আমি ও প্রতিবাদী...
লিখেছেন লিখেছেন কূটনী ৩০ অক্টোবর, ২০১৩, ০৯:২৩:৫৬ রাত
আমিও তো প্রতিবাদী
ফেইসবুক-ব্লগে লিখি, সময়ে অ-সময়ে টুইট করি,
বিপ্লবী স্ট্যাটাস দিয়ে বসে থাকি লাইকের আশা্য়,
কমেন্টে প্রতি-কমেন্টে ভরে দেই
পক্ষ-বিপক্ষের পোষ্ট গুলি!
আমিও তো প্রতিবাদী
যখন ওরা গননা করে কয়টা বুলেট ঢুকেছে
রাজ পথে পরে থাকা নিথর দেহে,
তখন নিজের ব্লগে লক্ষ লাইক দেখে
আমি হাসি তৃপ্তির হাসি!
আমিও তো প্রতিবাদী
যখন ওরা পায় না লুকিয়ে থাকার জায়গা
খোদ রাষ্ট্রই হয়েছে শত্রু প্রতিশোধের ক্রোধে,
তখন আমি হ্যাস ট্যাগ দিয়ে ম্যাসেজ পাঠাই
পাল্টাই প্রো-পিক - এ অনাচার রোধে!
আমিও তো প্রতিবাদী
ওরা যখন জীবনের বিনিময়ে লেখে বিজয়ের গান
রক্তে লাল করে দেয় রাজপথের কালো পিচ,
তখন আমি নিজের অজান্তেই এসব পুজি করে
হয়ে যাই সেলিব্রেটি, হই অন-লাইন এক্টিভিষ্ট!
(এ কবিতাটি কোন ব্যাক্তি কিংবা গোষ্টিকে উদ্দেশ্য করে লেখা হয়নি। এটি একান্তই আমার ব্যাক্তিগত অভিব্যাক্তি এবং নিজেস্ব অনুভূতি নিয়ে লেখা)
বিষয়: বিবিধ
১২৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন