তাওবাঃ নিরাশার আশা

লিখেছেন লিখেছেন ইবনে হানিফ ১৮ মার্চ, ২০১৩, ০৪:০৩:৪৫ বিকাল

যারা গোনাহের মোহে পড়ে নিজেদের প্রতি জুলুম করেছে,আস্থা হারিয়ে ফেলেছে আল্লাহর উপর হতে। তাদের জন্য রয়েছে আল্লাহ প্রদত্ত সান্তনার

এক মহা বানী।

আল্লাহ পাক বলেন,হে নবী আপনি আমার পক্ষ হতে বলুন,হে আমারবান্দাগনণ তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ যেন না হও। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গোনাহ মাফ করে দিবেন। (সুরা জুমার)

মহানাবী সা. বলেন, যখন বান্দা নিজ গোনাহ স্বীকার করে তাওবা করে আল্লাহ তার তাওবা কবুল করেন।(বুখারি)

তাওবার রোকন চারটিঃ- লজ্জিত হওয়া,গোনাহ থেকে ফিরে আসা, পরবর্তীতে না করার দৃঢ় সংকল্প গ্রহণ করা।সকল মানুষের হক ও আল্লাহর হক পূর্ণভাবে আদায় করা।

তাওবা যদি শর্ত মোতাবেক হয় তাহলে তা কবুল হওয়ার মধ্যে কোন সন্দেহ নাই।আর তাওবা ব্যতিত শুধু ইস্তেগফার পড়ায় কখনো গোনাহ মাফ হয় কখনো বা মাফ হয় না। তবে নেকী থেকে খালি নয় ।আল্লাহ আমাদের অধিক তাওবা করার তাওফিক দিন।আমিন।

বিষয়: বিবিধ

১৩৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File