ধ্বংস হোক নারীকেন্দ্রিক সাহিত্য

লিখেছেন লিখেছেন ইবনে হানিফ ১৪ মার্চ, ২০১৩, ০৮:০৬:৫৭ রাত

বিশ্ব জুড়ে সাহিত্যের ছড়াছড়ি । অনেককেই দেখেছি সাহিত্যের মালা গাঁথতে । বিষয়ভিত্তিক সাহিত্য ।

শিশু কেন্দ্রিক । সমাজ কেন্দ্রিক । রাষ্ট্র কেন্দ্রিক । ধর্ম কেন্দ্রিক । আরো অনেক কেন্দ্রিক । অনেক ।

যত কেন্দ্রকেই বেষ্টন করুক না সাহিত্য !

কোন সাহিত্যই এগুতে পারবে না । হাঁ সত্যি বলছি পারবে না ।

যতদিন বয়ে যাবে সাহিত্যের দরিয়ায় নারী কেন্দ্রিক সাহিত্যের উন্মাদ সয়লাব ।

সাহিত্য যদি হয় নারীদেহের স্পর্শমাখা কোন গল্প , কোন কল্পকথা ।

যদি সেই সাহিত্যে মেশানো হয় যৌনতার সুড়সুড়ি বা উসকে দেয়ার চেতনা , তবে তো তরুণ জাগবেই ।

তারা দীপ্ত শপত নিয়ে এগুবেই ।এগুবেই তারা যৌনতার চেতনা নিয়ে ।

তারা তা গ্রহন করবে আশীর্বাদরূপে ।

কেননা , এ যে বুদ্ধিজীবীদের পোষা ।

এ যে কবিদের শতবছরের লালিত শক্তি ।

তারুণ্যের অগ্রপথের দৃঢ় প্রত্যয় ।

সাবধান ! নারী লিপ্সু সাহিত্যিকরা ।

কেন ? তোমাদের সাহিত্যে নারীদেহের গন্ধ পাই । তোমাদের কর্ণে কি আঘাত করেনি সভ্য সাহিত্যের করচুম্বন ।

নাকি তোমরা সাহিত্য বলতে নারীকেই বুঝ ।

বিষয়: সাহিত্য

১২৮১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File