নারী সম্ভ্রমঃ ইঙ্গিত ধ্বংসের কারণ
লিখেছেন লিখেছেন ইবনে হানিফ ১৭ মার্চ, ২০১৩, ০৫:৪৩:১৩ বিকাল
আমি দেখেছি , ডানা কাটা পরীদের ।
দেখেছি আবেদনময়ী চাহনি । আঁটসাঁট কাপড়ে দেহ ঢাকার যুদ্ধ ।
আরও দেখেছি ; নিজেকে উন্মোচনের শতভাগ চেষ্টা - প্রচেষ্টা ।
আমি নির্বাক !
আমি বিস্ময় !
নিজেকে বিশ্বাস করাতে অক্ষম ।
কী দেখছি ! এ দৃশ্য কোন চোখের সাক্ষ্য ! চর্মচক্ষু না অন্তরচক্ষু ।
আমি আমার আমাকে বলি , রাস্তায় পড়ে মেয়েটি কেন কাঁদে । ওর সম্ভ্রমে কে আঘাত হানল ।ওর দেহে কোন নখের আঁচড় পড়লো । ভালবাসার এসিড দিয়ে এমন সযত্নে কে তাকে ধুইয়ে দিল ? ঝলসে দিল ভালবাসার রঙ ।
বুঝে পাই নি , কেন ঝলসে যাবে ওর অবয়ব । যাকে খানিক আগে দেখেছি চ্যালেঞ্জের মুখে ।
হ্যাঁ ! সব মেয়েদের ছাড়িয়ে । প্রত্যেক সৌন্দর্য মাড়িয়ে ।
এ যে ওপেন চ্যালেঞ্জ ।
তবে কিসের কান্না । কিসের বিরহ । কেন বুক ফাটা আর্ত-চিৎকার ।
কেঁদো না বোন , কেঁদো না । তুমিই তো ওদের লেলিয়েছ ।
ওরা তো তা-ই করেছে , যা তুমি চেয়েছ ।
নতুবা কেন তোমার এ দশা হবে ।
বিষয়: বিবিধ
১২৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন