ফাউল জোক
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ০৯ এপ্রিল, ২০১৪, ১১:২৯:০৪ সকাল

এক ব্যক্তি একটি উচু ভবনের উপরের তলায় যাবার জন্যে লিপটের বাটন চাপল। লোকটি প্রবেশ করল,সঙ্গে সঙ্গে আরও দুজন নারী লিফটে উঠল। লিফটে ওঠার পর থেকে নারী দুজন গল্প করেই চলেছে....
১ম জন: আপা আপনি কি পারফিউম ব্যবহার করেছেন ? গন্ধ তো সেই রকম।
২য়: এটা জার্মানীর বিখ্যাত হিটলার ব্রান্ডের। অতি সুপার। দাম পড়েছে বাংলা টাকায় ৮০০০ টাকা। তা আপনি কোনটা ব্যবহার করেন ? আপনার পোষাক থেকেওকিন্তু মারাত্মক সুঘ্রান াাসছে।
১ম: জি আপা। আপনার দুলাভাই ফ্রান্স থেকে এটা পাঠাইছে। ব্রান্ড মনে নেই কিন্তু দারুন। দাম শুনলাম ১৮০০০ টাকা।
লোকটার মেজাজ এমনেই বিগড়ে ছিল,এসব শুনে আরও বিগড়ে গেল।
১ম: আচ্ছা আপা এটা কিসের গন্ধ ?....মানে দূর্গন্ধ...
২য়: উহ ! অসহ্য। থু থু কি দূর্গন্ধ,গা গুলিয়ে বমি আসছে। কি এটা ?......
লোকটা: জি এটা মুলো, মাত্র ১৬ টাকা কেজী ...
বিষয়: বিবিধ
১৩৩৪ বার পঠিত, ১৫ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
২০০০০ টাকার পারফিউম ১৬ টাকার মুলার কাছে পরাজিত!
মন্তব্য করতে লগইন করুন