আগামীতে আমাদের এলাকা মাজারের নগরী হিসেবে গ্রিনেস বুকে নাম উঠাবে

লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ০৯ এপ্রিল, ২০১৪, ১১:৩৮:০৩ সকাল



আমাদের এলাকা মাজারের জন্য বিখ্যাত। এখানে অনেক মাজার আছে। ইলেকশনের আগে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী থেকে শুরু করে রাজনৈতিক নেতারা এই মাজারে দোয়া নিতে আসে। বড় বড় লোকেরা দামী দামী গাড়ী নিয়ে মাজারে এসে দোয়া নিয়ে যায়। আমার বাড়ী কোথায় কেউ জিজ্ঞেস করলে তার উত্তরে মাজারের নাম বললেই মাজার ভক্তরা বলে" আপনি বাবার দেশের মানুষ।"

দর্শনাথীঃ

প্রতিবছর বার্ষিক ওরশের সময় বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার নারী-পুরুষ বাসযোগে মাজারে আসতে দেখা যায়। মাজার এলাকায় বড় বড় বিল্ডিং ও জমিতে প্যান্ডেল টাঙিয়ে তাদের জন্য থাকার ব্যবস্থা করা হয়। নারী-পুরুষের জন্য আলাদা কোন থাকার ব্যবস্থা নেই। বিশাল প্যান্ডেলে ভক্তরা বিভিন্ন দলে ভাগ হয়ে মাজারের গান পরিবেশন করে। গানের তালে তালে নারী-পুরুষ এক সাথে নৃত্য ও করে। মাজারে সকল ধর্মের অনুসারীদেরকে আসতে দেখা যায়।

গরু-ছাগল-মহিসের মিছিলঃ

ওরশের সময় ভক্তরা দুর-দুরান্ত থেকে পায়ে হেটে ঢোল বাজিয়ে, মাইক বাজিয়ে, ব্যানার সহকারে গরু-মহিস-ছাগল-হাস-মুরগী ও অন্যান্য পশু নিয়ে মাজারে জিয়ারত করতে আসে। মাজার এলাকায় প্রবেশ করা মাত্রই ঢোলের আওয়াজ বাড়তে থাকে। মাজারের সামনে দাড়িয়ে থেকে গরু-ছাগল-মহিসের লম্বা রশি মাজারের ভিতরে নিয়ে যাওয়া হয়। এই সময় ভক্তরা মাজারে প্রবেশ জেয়ারত করে। মাজারকে সাক্ষী রেখে তারপর মাজার কতৃপক্ষের কাছে উপহার সামগ্রী হস্তান্তর করে। মাজার কৃতপক্ষ মানত প্রদানকারীদেরকে আপ্যায়নের ব্যবস্থা করে।

মাজারের ওয়ারিশদের সাথে সাক্ষাতঃ

প্রতিটি মাজারের জীবিত ওয়ারিশগন ওরশের সময় সুসজ্জিত রুমে নিজ নিজ আসনে সেজে গুজে বসে থাকে। তাদের রুমে বড় বড় দান বাক্স আছে। ভক্তরা লাইন ধরে সাক্ষাত করে টাকা প্রদান করে দোয়া নিয়ে থাকে। কেউ কেউ তাদের হাতে-পায়ে চুমো খায়, কেউবা তাদেরকে সিজদা করে।

মাজারে সিজদাঃ

কিছু কিছু ভক্ত মাজারে সিজদা করে থাকে। তাদেরকে কেউ বাধা দেয় না। অনেকে মাজারে কোরআন তেলোয়াত ও যিকির করে। ওরশ উপলক্ষে মাজারে কিছুক্ষন পর পর দোয়া মাহফিল ও যিকির হয়। এছাড়া প্রতি বৃহস্পতিবার ও শুক্রবারে দোয়া মাহফিল অনুষ্টিত হয়। শবে রবাত ও শবে কদরের রাতে ও মাজারে হাজার হাজার মানুষ ভীড় করে।

রান্নার জন্য বিশাল আয়োজনঃ

ইতি মধ্যে মাজার এলাকা কয়েক কিলোমিটার বিস্তৃত হয়েছে। রান্নার জন্য ও গরু-মহিস রাখার জন্য মাজারের বিশাল এলাকায় ঘর তৈরী করা হয়েছে। মাজার কর্তৃপক্ষ ভক্তদের আপ্যায়ন করার জন্য সব সময় প্রস্তত থাকে। ওরশের সময় শত শত ডেকসীতে গরু-মহিসের মাংস দিয়ে রান্না করে ভক্তদেরকে পরিবেশন করা হয়। টাকার বিনিময়ে এই খাদ্য সংগ্রহ করতে হয়।

মাইকের আওয়াজঃ

মাজারে আগত ভক্তদের প্রতিটি গাড়ীতে মাইক থাকে। মাইকে সারাক্ষন মাজারের গান চলতে থাকে। অনেক সময় মাইকের আওয়াজে নামাযের আযানও শুনা যায় না। মাজার এলাকায় মাইকের আওয়াজে মসজিদে নামায পড়তে ও কষ্ট হয়।

মেলার আয়োজনঃ

ওরশ উপলক্ষে মাজার এলাকায় মেলা বসে। স্থানীয় জনগন ও দুরদুরান্তা থেকে আসা ভক্তরা মেলার প্রধান ক্রেতা। মেলায় জুয়ার আসর ও বসে।

মাজারের ওয়ারিশদের বাসস্থানঃ

ভক্তদের দানের টাকায় ওয়ারিশরা শহরে বড় বড় অট্টালিকা তৈরী করে বসবাস করছে। ভক্তদের টাকায় দেশ বিদেশে ও তারা ঘুরে বেড়ায়। কোটি কোটি টাকার মালিক মাজারের ওয়ারিশরা মাঝে মধ্যে টাকা ভাগাভাগি করতে দিয়ে মারামারিতে লিপ্ত হয়।

মাজার এলাকায় মসজিদ ও মাজার ভবনঃ

দর্শনার্থীদের আকর্ষণ বাড়ানোর জন্য মাজারের পুরাতন দালান ভেঙ্গে নতুন দালান করা হয়েছে। এই দালান গুলো তৈরী করতে কোটি কোটি টাকা খরচ করা হয়। অন্যদিনে মাজার এলাকায় মসজিদটি আগের মতই রয়েছে।

মাজারের কিছু কিছু দৃশ্য আমার খারাপ লাগেঃ

۞ যখন কাউকে মাজারে সিজদা করতে দেখি।

۞ যখন কাউকে মাজারের ওয়ারিশদেরকে সেজদা করতে দেখি।

۞ যখন মাজার এলাকায় গাজার আসর বসতে দেখি।

۞ যখন মাজার এলাকায় নারী-পুরুষকে একত্রে বসে নৃত্যর তালে তালে গান শুনতে দেখি।

ইসলাম প্রচারের জন্য বিভিন্ন দেশ থেকে শত বছর আগে এদেশে অনেক ধর্ম প্রচারকের আগমন ঘটে। তাদের মৃত্যুর পর তাদের কবরের উপর বিল্ডিং তৈরী করে মাজার তৈরী করা হয়। ইদানিং মাজারের পুরাতন বিল্ডিং ভেঙ্গে নতুন নতুন বিল্ডিং তৈরী করা হচ্ছে। তাদের সন্তানদের মৃত্যুর পর ও মাজার তৈরী করা হয়। একটি মাজার থেকে আজ অনেক মাজারের সৃষ্টি। এভাবে চলতে থাকলে আগামীতে আমাদের এলাকা মাজারের নগরী হিসেবে গ্রিনেস বুকে নাম উঠাবে।

বিষয়: বিবিধ

২১২২ বার পঠিত, ৪৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

204959
০৯ এপ্রিল ২০১৪ সকাল ১১:৫২
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আপনি চিন্তা কইরেন না। আমার এক্কান পোষা বিড়াল আছে। ভাবছি বিড়ালডারে জিন্দা কবর দিয়ে তার উপর এক্কান "হযরত জিন্দাবিলাই"র মাজার তৈরী কইরা ব্যবসা শুরু করমু। ইদানিং ব্যবসা বানিজ্যেতে মেলা লস খাইছি। হুনছি মাজার ব্যবসাতে পুজি কম কিন্তু লাভ বেশী।
০৯ এপ্রিল ২০১৪ সকাল ১১:৫৮
153921
সিটিজি৪বিডি লিখেছেন : তাড়াতাড়ি মাজার ব্যবসায় নাইমা পড়েন মিয়া ভাই।
০৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৩৫
154170
সুমাইয়া হাবীবা লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
০৯ এপ্রিল ২০১৪ রাত ০৯:২৩
154253
সিটিজি৪বিডি লিখেছেন : এই ব্যবসায় সরকারকে ট্যাক্স ও দিতে হয় না।
204962
০৯ এপ্রিল ২০১৪ সকাল ১১:৫৪
ইক্লিপ্স লিখেছেন : ভালো টপিক্স নিয়ে লিখেছেন। আমিও এই টপিক্সের কথা কিছুদিন ধরে ভাবছিলাম। আল্লামা সাঈদি তার এক ওয়াজে বলেছিলেন,''চট্রগ্রামে যদি শিয়াল মরে তবে শিয়ালের নামের সাথে তারা ''শাহ'' লাগিয়ে বানাবে ''শিয়ালশাহ''র মাজার। এই মাজার ব্যবসার মাধ্যমে কেউ রোজগার করছে, আর কেউ কামাচ্ছে শিরকের মত গুনাহ। আল্লাহ মাফ করুন।
০৯ এপ্রিল ২০১৪ সকাল ১১:৫৮
153922
সিটিজি৪বিডি লিখেছেন : শিয়াল শাহ......নামটা সুন্দর তো......হাহাহা
০৯ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৫২
153930
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : গাধাশাহ একটা মাজার আছে মনেহয় কোথাও।Don't Tell Anyone নাম শুনছিলাম Winking
০৯ এপ্রিল ২০১৪ দুপুর ০১:১৪
153946
সিটিজি৪বিডি লিখেছেন : আমি শুনি নাই।
০৯ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৩৬
153951
পবিত্র লিখেছেন : বদনাশাহ নামে মাজার আছে আমাদের চিটাগাংয়ে।
এইটা দেখে আমি ও আমার বোনরা হাসতে হাসতে শেষ।Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
আরেকটি আছে হযরত কাতাল পীর আগে পরে যেন আরো কি আছে।Smug Smug
০৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৩৭
154171
মাটিরলাঠি লিখেছেন : দুঃখের কথা কি বলব - সত্যি আমাদের এলাকায় "ঘোড়াশাহ্‌" বলে একটি মাজার আছে।
০৯ এপ্রিল ২০১৪ রাত ০৯:২৪
154254
সিটিজি৪বিডি লিখেছেন : মুরাদপুরে কোন মাজার নাই?
১০ এপ্রিল ২০১৪ রাত ১২:১৫
154357
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : চট্টগ্রামে এক্কান বদনাশাহ নামে মাজার আছিল। ওখানে লোটা বদনার বিশাল কালেকশন আছে। কারো যদি বিয়ে শাদির ক্ষেত্রে সমস্যা হয় অথবা অন্য কুনো মনের খাস মখসদ পুরুণ করণের লিগ্যা এই বদনাশাহর মাজারে এক বদনা (লোটা) কিছু দিবার পারেন তবে নিশ্চিত আপনে সাকসেস হইবেন।
বিশ্বাস না হলে আজই চেষ্টার উপর ট্রাই কইরা দেখবার পারেন। আপনেতো কিছুদিন পুর্বে চট্টগ্রাম গেছিলেন। মাগার বদনাশাহ মাজার থেকে কুনো ফয়েজ হাসিলের মহা সুযোগ থেকে বঞ্চিত হলেন!!! আপনের লিগ্যা আমার আফসোস দরাজ হইয়া গেলু।
১০ এপ্রিল ২০১৪ সকাল ১০:৩৯
154461
সিটিজি৪বিডি লিখেছেন : এইবার দেশে গিয়ে সকল মাজার ঘুরে দেখতে হবে।
204983
০৯ এপ্রিল ২০১৪ দুপুর ১২:১৬
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : মাজারকে তো ল্যাংটা করে দিলেন! মাঝারের ভিতরে বাবারা নাকি ল্যাংটাই থাকে! মাঝার মানে যে কবর হালারা সেটাই বুঝে না নাকি!
০৯ এপ্রিল ২০১৪ দুপুর ০১:১৪
153945
সিটিজি৪বিডি লিখেছেন : কি আর বলবো ভাই, দেশকে শিরিকমুক্ত করা যাবে না। যতদিননা ইসলামী দলগুলো ক্ষমতায় না যায়।
০৯ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৫৬
153965
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : আমাদের আনোয়ারায় তো পথে ঘাটে মাজার। থাকি পতেঙ্গায় এখানেও প্রতি মোড়ে মোড়ে মাজার! সো এ জীবনটা মাজারময়...
০৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৩৭
154172
সুমাইয়া হাবীবা লিখেছেন : তা যা বলেছেন ভাই। আমি আনোয়ারার বউ। ওখানে গিয়ে আমার খারাপ হওয়ার যোগাড়! Clown
০৯ এপ্রিল ২০১৪ রাত ০৯:২৫
154255
সিটিজি৪বিডি লিখেছেন : আনোয়ারার এক মাজারের খাদিম আমার আত্বীয়
204995
০৯ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৩৩
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ। আপনি ভন্ড বাবাদের দেশের লোক হয়ে একি লিখলেন । ওরা দেখলে মাইন্ড করবে না ?
০৯ এপ্রিল ২০১৪ দুপুর ০১:১৩
153944
সিটিজি৪বিডি লিখেছেন : মাইন্ড করবে কেন? ওরা আরো খুশী হবে। ওদের প্রচারটা বাড়িয়ে দিলাম।
204998
০৯ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৩৯
প্রবাসী আশরাফ লিখেছেন : মাজার বিষয়ক কৌতুক:

বিভিন্ন মাজারে দেখা যায় বাদ্য-বাজনার তালে তালে নারী-পুরুষ একসাথে নাচানাচি করে...তো নাচতে নাচতে এক মহিলার কাপড় খুলে যাচ্ছে, এমতবস্থায় পাশেরজন নাচার তালে তালে বলছে -

=> আপা কাপড় তো খুইল্লা গেল
তার উত্তর -
=> ব্যাপার না নিচে ছাইয়া আছে

বি:দ্র:মাজার কেন্দ্রিক এই ধরনের অনৈসলামিক কার্যক্রমকে অবিলম্বে বন্ধ করার করনীয় কি তা ভাবতে হবে।
০৯ এপ্রিল ২০১৪ দুপুর ০১:১২
153943
সিটিজি৪বিডি লিখেছেন : হাহাহাহা
205003
০৯ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৪৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই মাজার ব্যবসায়িদের পরিবার এখন আবার ইয়াবা ব্যবসায়ে যুক্তও বটে। এই রকম এক মাজার ব্যবসায়ি আত্মিয়র কন্যার সাথে আমার থাইল্যান্ড এ দেখা হয়। তার পরিধানে যা ছিল তাকেই মা কালির আসলে বসিয়ে দেয়া যায়। আপনার এলাকায় প্রতি বছরই মাজারের পরিমান বৃদ্ধি পাচ্ছে। তবে এখন মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাওয়াতে দর্শনার্থির পরিমান কমছে।
০৯ এপ্রিল ২০১৪ দুপুর ০১:১২
153942
সিটিজি৪বিডি লিখেছেন : দেশের জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে মাজারের দর্শনার্থীদের সংখ্যাও বাড়ছে।
205024
০৯ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৩৯
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : একি লিখলেন! ভাবির বাপের-বাড়ির লোকেরা মাইন্ড খাবে। হয়তো আর জামাই আদর কপালে জুটবেনা আপনার। D'oh
০৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:২৫
153998
সিটিজি৪বিডি লিখেছেন : জামাই-আদর আরো বাড়বে। ওরা আমাকে অনেক আদর করে।
205025
০৯ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৩৯
পবিত্র লিখেছেন :
সুন্দর টপিক নিয়ে লিখেছেন। ভালো লাগলো।
০৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:২৬
153999
সিটিজি৪বিডি লিখেছেন : গ্যাঞ্জাম হবার আশাংকা থাকলে লিস্টে না রাখায় ভাল হবে।
০৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:২৬
154000
সিটিজি৪বিডি লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
205045
০৯ এপ্রিল ২০১৪ দুপুর ০২:১২
egypt12 লিখেছেন : মজার ব্যাপার হল সব মাজার ভালো ব্যবসায় করা যায় এমন সুবিধাজনক স্থানে অবস্থিত।
০৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:২৭
154001
সিটিজি৪বিডি লিখেছেন : ঠিক বলেছেন।
১০
205058
০৯ এপ্রিল ২০১৪ দুপুর ০২:৩২
বাংলার দামাল সন্তান লিখেছেন : মাজার পুজা আর মূর্তি পুঁজা একই জিনিস, সুতরাং যার মাজার পূঁজা করে তারা কি মুসলিম?
০৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:২৭
154002
সিটিজি৪বিডি লিখেছেন : মাজারে সকল ধর্মের লোকেরা গিয়ে থাকে।
১১
205201
০৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:২৯
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ইন্নানিল্লাহী ,,এ কি অবস্থা ? ইসলামের নাম সব ইসলাম বিরোধী কাজ হচ্ছে। এসব থেকে বাচতে হলে আলেম উলামাদের এগিয়ে আসতে হবে পাশপাশি তরুনদের।
০৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৩৮
154122
সিটিজি৪বিডি লিখেছেন : আলেম-ওলামারা এই ব্যপারে খুব বেশী কথা বলতে পারে না। কারন সরকারী-বিরোধী দলের নেতারা মাজারের ভক্ত।
১২
205259
০৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৩৮
সুমাইয়া হাবীবা লিখেছেন : সত্যি! যা অবস্থা! আমি ভাবছিলাম লিখবো লিখবো। যাক, আপনি অন্তত সোচ্চার হলেন।
০৯ এপ্রিল ২০১৪ রাত ০৯:২৫
154256
সিটিজি৪বিডি লিখেছেন : আপনিও কিছু শেয়ার করুন। আমাদের সবাইকে এই বিষয়ে বেশী বেশী লিখালিখি করে জনগনকে সচেতন করা উচিত।
১৩
205332
০৯ এপ্রিল ২০১৪ রাত ০৮:৩৬
নিভৃত চারিণী লিখেছেন : মাজারের ব্যবসাটা হল বর্তমানে সবচেয়ে পাওয়াফুল ব্যাবসা। আল্লাহ হেফাজত করুন সবাইকে।
০৯ এপ্রিল ২০১৪ রাত ০৯:২৬
154257
সিটিজি৪বিডি লিখেছেন : ঠিক বলেছেন। আল্লাহ তায়ালা আমাদেরকে শিরিক থেকে দুরে রাখুন আমিন।
১৪
205393
০৯ এপ্রিল ২০১৪ রাত ০৯:৪৫
প্যারিস থেকে আমি লিখেছেন : আল্লাহ আমাদের হেফাযত করুন।
১০ এপ্রিল ২০১৪ সকাল ১০:৩৭
154459
সিটিজি৪বিডি লিখেছেন : আমিন।
১৫
205458
১০ এপ্রিল ২০১৪ রাত ০১:৪৮
আবদুল্লাহ বাংলাদেশী লিখেছেন : দূর থেকে মাজার দেখলেই মনে হয় বুঝি কোন বিয়ে বাড়ি। বিয়ে বাড়িতে বাদ্য বাজে, মাজারেও বাদ্য বাজে; বিয়ে বাড়িতে নাচ গান হয়, মাজারেও নাচ গান হয়; বিয়ে বাড়িতে আলোকসজ্জা থাকে, মাজারেও তা ই থাকে; বিয়ে বাড়িতে খানাপিনার আয়োজন হয়, মাজারেও আয়োজন হয়; বিয়ে বাড়িতে নারী-পুরুষের অবাধ মেলামেশা, মাজারেও তা-ই; বিয়ে বাড়িতে মাঝে মাঝে মদ্যপান, গঞ্জিকা সেবন হয়, মাজারেও তা-ই হয়।
১০ এপ্রিল ২০১৪ সকাল ১০:৩৮
154460
সিটিজি৪বিডি লিখেছেন : আপনাদের এলাকায় কি মাজার আছে?
১০ এপ্রিল ২০১৪ দুপুর ১২:০৯
154485
আবদুল্লাহ বাংলাদেশী লিখেছেন : ভাই, পুরো বাংলাদেশটাই তো মাজারের দেশ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File