টুডে ব্লগে লেখক ও পাঠক কম কেন?
লিখেছেন লিখেছেন সাইফুল ঈদগাহ কক্স ৩০ নভেম্বর, ২০১৫, ০৯:৪০:০৩ সকাল
লেখক ও পাঠক বৃদ্ধির উপায় কী কী হতে পারে? এ ক্ষেত্রে আপনার-আমার ভূমিকা পর্যালোচনা করা উচিত কিনা?
বিষয়: বিবিধ
৯৬৭ বার পঠিত, ৬ টি মন্তব্য
লিখেছেন লিখেছেন সাইফুল ঈদগাহ কক্স ৩০ নভেম্বর, ২০১৫, ০৯:৪০:০৩ সকাল
লেখক ও পাঠক বৃদ্ধির উপায় কী কী হতে পারে? এ ক্ষেত্রে আপনার-আমার ভূমিকা পর্যালোচনা করা উচিত কিনা?
বিষয়: বিবিধ
৯৬৭ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক ব্লগার তাঁর পোস্টের লেখায় পাঠকের কথা বিবেচনায় না রাখাটাও পাঠক হ্রাএর অন্যতম কারণ!
ঐসব অনেক পোস্টে পাঠকের উপস্থিতি নগণ্য বা শূণ্য!!
লেখা থেকে কিছু না পেলে পাঠক সময় নষ্ট করে পড়বেন কেন?
তথ্যবহুল সমাজ সচেতন লেখার সাথে মাঝে মাঝে আনাড়ি নতুন লেখকদের লেখাকেও স্টিকি করতে হবে।
গালিবাজদের শাস্তি মুলোক ব্যবস্তা হিসাবে তাদের মন্তব্য মুছে দিতে হবে।
বিষয় ভিত্তিক প্রতিযোগিতা চালু করতে হবে।
সর্বপরি মড়ারেশন টিমকে ব্লগের প্রতি আরও আন্তরিক হতে হবে।
জাযাকাল্লাহ খায়ের
মন্তব্য করতে লগইন করুন