টুডে ব্লগে লেখক ও পাঠক কম কেন?

লিখেছেন লিখেছেন সাইফুল ঈদগাহ কক্স ৩০ নভেম্বর, ২০১৫, ০৯:৪০:০৩ সকাল

লেখক ও পাঠক বৃদ্ধির উপায় কী কী হতে পারে? এ ক্ষেত্রে আপনার-আমার ভূমিকা পর্যালোচনা করা উচিত কিনা?

বিষয়: বিবিধ

৯৬৭ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

352101
৩০ নভেম্বর ২০১৫ সকাল ১০:২০
মেঘবালক লিখেছেন : এই পাঠক ও লেখক সংখ্যাটা বোধহয় ভবিষ্যতে কমতেই থাকবে। এই ব্লগে অপি বাইদান নামে একজন নাস্তিক আছে। কারনে অকারনে সে ইসলামকে গাল-মান্দ করে আল্লাহ'কে গালি দেয়। বহু রিপোর্ট করা হয়েছে, মডারেটরদের দৃষ্টি আকর্ষন করা হয়েছে, তারা কোন ব্যবস্থাই গ্রহন করেন না। ....................(?)
352102
৩০ নভেম্বর ২০১৫ সকাল ১১:০২
আবু আশফাক লিখেছেন : আপনি আমি নিয়মিত আসলেই লেখক-পাঠক কম থাকবে না!!!!!
352128
৩০ নভেম্বর ২০১৫ দুপুর ০১:২৫
নূর আল আমিন লিখেছেন : একদা পাঠকও ছিলো লেখকও ছিলো, মডুদেৱ উদাসীনতায় সব বিলুপ্ত প্ৰায়
352131
৩০ নভেম্বর ২০১৫ দুপুর ০১:৪৫
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : চিন্তার বিষয়! ধন্যবাদ
352143
৩০ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:১৪
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

অনেক ব্লগার তাঁর পোস্টের লেখায় পাঠকের কথা বিবেচনায় না রাখাটাও পাঠক হ্রাএর অন্যতম কারণ!

ঐসব অনেক পোস্টে পাঠকের উপস্থিতি নগণ্য বা শূণ্য!!

লেখা থেকে কিছু না পেলে পাঠক সময় নষ্ট করে পড়বেন কেন?
352154
৩০ নভেম্বর ২০১৫ বিকাল ০৪:৪৫
জেদ্দাবাসী লিখেছেন : গত সপ্তাহের (৭ দিনের)সর্বোচ্চ মন্তব্যকারীদেরকে ডান দিকে উপরে নিয়ে আসতে হবে,যেখানে বর্তমানে প্রিয় বাবা ও বিয়ের গল্পের বিজ্ঞাপন ঝুলছে।
তথ্যবহুল সমাজ সচেতন লেখার সাথে মাঝে মাঝে আনাড়ি নতুন লেখকদের লেখাকেও স্টিকি করতে হবে।
গালিবাজদের শাস্তি মুলোক ব্যবস্তা হিসাবে তাদের মন্তব্য মুছে দিতে হবে।

বিষয় ভিত্তিক প্রতিযোগিতা চালু করতে হবে।

সর্বপরি মড়ারেশন টিমকে ব্লগের প্রতি আরও আন্তরিক হতে হবে।

জাযাকাল্লাহ খায়ের Praying








মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File