আমি দেখিনি ৫২ কিংবা ৭১ বর্বরতা, কিন্তু দেখেছি ২০১৩ সালের গণহত্যা
লিখেছেন লিখেছেন নিউবাকশাল ১৪ মার্চ, ২০১৩, ০৪:৪০:৩৩ রাত
১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারির মহান ভাষা আন্দোলনের মিছিলে পুলিশ নির্বিচারে গুলী চালিয়েছিল, শহীদ করা হয়েছিল সালাম, জাব্বার, রফিক ও বরকতসহ নাম না জানা অনেককে। যখন মনে পড়ে তখন খুবই কষ্ট অনুভব করি।
১৯৭১ সালের মহান স্বাধীনতাযুদ্ধে প্রায় তিন লাখ লোক শহীদ হয়েছিল, সেই শহীদদের আত্নত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা। সেটি ছিল পানিস্তানি শাসক গোষ্ঠীর শোষণের বিরুদ্ধে বাংলাদেশীদের স্বাধীনতার যুদ্ধ। ধর্ম, দল ও মত নির্বিশেষে সবাই যোগ দিয়েছিল সেই যুদ্ধে। দীর্ঘ নয় মাস যুদ্ধের পর আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা।
শুনেছি ১৯৭২ সালে শেখ মজিব সরকার যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিল, আর মামলা করার জন্য দায়িত্ব দেয়া হয়েছিল আঃলীগের নেতাদের। ৩২,০০০ লোককে বিচারের আওতায় এনে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছিল। আওয়ামীলীগ নেতাদের সাথে মতবিরোধের কারনে স্বাধীনতাবিরোধীসহ ভিন্নমতের আড়াই লাখ মানুষকে বিনা বিচারে হত্যা করা হয়েছিল।
ইতিমধ্যে আরো কয়কটি আন্দোলন হয়ে গেছে, কয়েকটি সরকারও অতিবাহিত হয়ে গেছে।
সব কিছুই শুনেছি, খুব ব্যথিত হয়েছি। কিন্তু চোখে দেখিনি!!!
আর শুধু চোখে দেখেছি ২০০৯-২০১৩ সালের বর্বরতা, গণহত্যা, গণগ্রেফতার,পুলিশের নির্বিচারে গুলী এবং তথাকথিত যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল! ১৯৭২ সালে শেখ মজিব সরকার যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল গঠন করা ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর এডঃ খন্দকার মাহবুব হোসেন এখনো জীবিত আছেন, একাধিকবার চিৎকার করে বলেছেন যে আজকে যাদেরকে গ্রেফতার করে তথাকথিত যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের মুখোমুখি করা হচ্ছে তাদের কাহারো বিরুদ্ধে ১৯৭২ সালে একটি জিডি পর্যন্তও হয়নি। কিন্তু আওয়ামীলীগ সরকার ও তাদের কিছু বেকার বুদ্ধিজীবীরা থামেননি!
বিচারকাজ চালিয়ে যাচ্ছেন! ইতিপূর্বে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাসসেরে কোরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী'র মৃত্যদণ্ডাদেশ দেয়া হয়েছে, এবং তারই সাথে সাথে এদেশের ইসলামপ্রিয় তৌহিদি জনতা এই বিচার প্রত্যাখ্যান করেছে। এবং সবাই রাস্তায় নেমে বিক্ষোভে ফেটে পড়েছে।
আর সেই বিক্ষোভের আগুনের ভয়ে ফ্যাসিস্ট সরকার নির্বিচারে গুলী করেছে তৌহিদি জনতার উপর! আমার চোখের সামনে দুই শতাধিক তরতাজা প্রাণকে হত্যা করে ইতিহাসের জঘন্যতম গণহত্যা চালিয়েছে! আজো চালাচ্ছে! চলছে গনগ্রেফতার ও গণনির্যাতন!
রাগ,ক্ষোভ, ব্যথা ও অভিমানে আজ আমি হতভম্ব! কিছুতেই মেনে নিতে পারছিনা, কিন্তু কি করব? কেউ কি আছে তাদের রুখিবার? আমি মনে করি একমাত্র মহান আল্লাহ্ রাব্বুল আলামীন তাদেরকে রুখতে পারবেন। এবং রুখবেনই, ইনশাআল্লাহ্।
মহান আল্লাহ্ রাব্বুল আলামীন তাদের হেদায়াত করুন, আমীন।
বিষয়: বিবিধ
২৯৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন