নতুন একটা শ্লোগানের অপেক্ষায়
লিখেছেন লিখেছেন নিউবাকশাল ১২ মার্চ, ২০১৩, ০১:১৬:১৫ রাত
আমাদের দেশের কিছু সংখ্যক তথাকথিত বুদ্ধিজীবী যাদের কোন নির্দিষ্ট ইনকাম সোর্স নেই, কতিপয় মিডিয়া যারা নিয়মিত অফিসের বিদ্যুৎ, টেলিফোনবিল এবং কর্মচারীদের বেতন ভাতা পরিশোধ করতে পারেনা, এবং কিছু সংখ্যক বিপদ্গামি তরুন তরুণী যারা নেশাগ্রস্ত কিন্তু নেশাজাতীয় দ্রব্যাদি ক্রয় করার টাকা পয়শা নেই তাদের সবাইকে আঃলীগ সরকার প্রয়োজনীয় সহায়তার মাধ্যমে একজোট করে জামায়াতের বিরুদ্ধে নামিয়ে দিয়েছিল এই বলে যে, জামায়াত এবং এর নেতৃবৃন্দগণ স্বাধীনতাবিরোধী তাই তাদেরকে বয়কট করতে হবে। এই দলের সমর্থক, কর্মী ও নেতৃবৃন্দকে গুলী করে গণহত্যা করতে হবে তাতে মানবাধিকার লঙ্গিত হবেনা, তাদের পরিচালিত ব্যাবসায় প্রতিষ্ঠান গুলো লুটপাট করতে হবে তাতেও আইনের শাসন লঙ্গিত হবে না।
আওয়ামীলীগ এবং তাদের দালালরা এই শ্লোগানদিয়ে বাঙ্গালীজাতির একটি অংশকে বেওকুফ বানিয়ে রেখেছিল। আর এসমস্ত অপকর্মের সাক্ষী হিসেবে এদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি অবলোকন করে আসছিল। দীর্ঘ চার বছর পর যখন দলটি এ সমস্ত অপকর্মের কিছুটা প্রতিবাদ শুরু করেছে ঠিক তখনি দেশের স্বাধীনতার ঘোষকের প্রতিষ্ঠিত দল এই বিএনপির উপর এমন এক নির্যাতন নেমে এসেছে যা তথাকথিত স্বাধীনতাবিরোধী জামায়াতের উপরও আসেনি। জামায়াতের প্রথম ও দ্বিতীয় সারির প্রায় সব নেতাই বর্তমানে জেলে রয়েছেন কিন্তু তাদেরকে একদিনে গ্রেফতার করা হয়নি, তাদেরকে গ্রেফতার করা হয়েছে বিভিন্ন ধাপে, আর অপরদিকে একদিনে বিএনপির প্রথম ও দ্বিতীয় সারিসহ প্রায় দুই শতাধিক নেতাকর্মীকে কেন্দ্রীয় কার্যালয়ের দরজা ভেঙ্গে গ্রেফতার করা হয়েছে। যেখানে কয়েকজন ইতিমধ্যে উচ্চ আদালত থেকে জামিন প্রাপ্ত। এই রকম গনগ্রেফতার ১৯৭৫ সালের পরে আর বাংলাদেশে ঘটেনি।
তাই তথাকথিত কুবুদ্ধীজিবী, কুমিডিয়া ও নেশাগ্রস্তদের কাছে বিএনপির বিরুদ্ধে মানুষকে বেওকুফ বানানোর জন্য কি স্লোগান দিবেন? নতুন একটা শ্লোগানের অপেক্ষায়।
তবে মনে রাখবেন আপনারা আমার এই ১৬ কোটি মানুষকে যত বেওকুফই মনে করেন না কেন আমরা কিন্তু আসলে আপনাদেরকেই বেওকুপ বলে মনে করি। আমি আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই ১৯৫২, ১৯৬৯, ১৯৭১, ১৯৭৫ এবং আশির দশকের জনগনের কথা। আপনাদের পিতাকেও এদেশের মানুষ ছেড়ে দেয়নাই তার জানাজার নামাজ পর্যন্ত পড়ানো হয় নাই। আমরাও মাওলানা ভাসানী, আতাউল গনি উসমানী ও শহীদ জিয়াউর রহমানের উত্তরসূরী।
১১/০৩/২০১৩ রাত ১১টা১১মিনিট।
আমাদের দেশের কিছু সংখ্যক তথাকথিত বুদ্ধিজীবী যাদের কোন নির্দিষ্ট ইনকাম সোর্স নেই, কতিপয় মিডিয়া যারা নিয়মিত অফিসের বিদ্যুৎ, টেলিফোনবিল এবং কর্মচারীদের বেতন ভাতা পরিশোধ করতে পারেনা, এবং কিছু সংখ্যক বিপদ্গামি তরুন তরুণী যারা নেশাগ্রস্ত কিন্তু নেশাজাতীয় দ্রব্যাদি ক্রয় করার টাকা পয়শা নেই তাদের সবাইকে আঃলীগ সরকার প্রয়োজনীয় সহায়তার মাধ্যমে একজোট করে জামায়াতের বিরুদ্ধে নামিয়ে দিয়েছিল এই বলে যে, জামায়াত এবং এর নেতৃবৃন্দগণ স্বাধীনতাবিরোধী তাই তাদেরকে বয়কট করতে হবে। এই দলের সমর্থক, কর্মী ও নেতৃবৃন্দকে গুলী করে গণহত্যা করতে হবে তাতে মানবাধিকার লঙ্গিত হবেনা, তাদের পরিচালিত ব্যাবসায় প্রতিষ্ঠান গুলো লুটপাট করতে হবে তাতেও আইনের শাসন লঙ্গিত হবে না।
আওয়ামীলীগ এবং তাদের দালালরা এই শ্লোগানদিয়ে বাঙ্গালীজাতির একটি অংশকে বেওকুফ বানিয়ে রেখেছিল। আর এসমস্ত অপকর্মের সাক্ষী হিসেবে এদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি অবলোকন করে আসছিল। দীর্ঘ চার বছর পর যখন দলটি এ সমস্ত অপকর্মের কিছুটা প্রতিবাদ শুরু করেছে ঠিক তখনি দেশের স্বাধীনতার ঘোষকের প্রতিষ্ঠিত দল এই বিএনপির উপর এমন এক নির্যাতন নেমে এসেছে যা তথাকথিত স্বাধীনতাবিরোধী জামায়াতের উপরও আসেনি। জামায়াতের প্রথম ও দ্বিতীয় সারির প্রায় সব নেতাই বর্তমানে জেলে রয়েছেন কিন্তু তাদেরকে একদিনে গ্রেফতার করা হয়নি, তাদেরকে গ্রেফতার করা হয়েছে বিভিন্ন ধাপে, আর অপরদিকে একদিনে বিএনপির প্রথম ও দ্বিতীয় সারিসহ প্রায় দুই শতাধিক নেতাকর্মীকে কেন্দ্রীয় কার্যালয়ের দরজা ভেঙ্গে গ্রেফতার করা হয়েছে। যেখানে কয়েকজন ইতিমধ্যে উচ্চ আদালত থেকে জামিন প্রাপ্ত। এই রকম গনগ্রেফতার ১৯৭৫ সালের পরে আর বাংলাদেশে ঘটেনি।
তাই তথাকথিত কুবুদ্ধীজিবী, কুমিডিয়া ও নেশাগ্রস্তদের কাছে বিএনপির বিরুদ্ধে মানুষকে বেওকুফ বানানোর জন্য কি স্লোগান দিবেন? নতুন একটা শ্লোগানের অপেক্ষায়।
তবে মনে রাখবেন আপনারা আমার এই ১৬ কোটি মানুষকে যত বেওকুফই মনে করেন না কেন আমরা কিন্তু আসলে আপনাদেরকেই বেওকুপ বলে মনে করি। আমি আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই ১৯৫২, ১৯৬৯, ১৯৭১, ১৯৭৫ এবং আশির দশকের জনগনের কথা। আপনাদের পিতাকেও এদেশের মানুষ ছেড়ে দেয়নাই তার জানাজার নামাজ পর্যন্ত পড়ানো হয় নাই। আমরাও মাওলানা ভাসানী, আতাউল গনি উসমানী ও শহীদ জিয়াউর রহমানের উত্তরসূরী।
১১/০৩/২০১৩ রাত ১১টা১১মিনিট।
বিষয়: রাজনীতি
১৩৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন