দেশাত্মবোধক গানঃ হাজার পাখির গানে

লিখেছেন লিখেছেন অভিযাত্রী ১৪ মার্চ, ২০১৩, ০৫:৩৩:০৫ সকাল

হাজার পাখির গানে জাগ্রত

হাজার নদী আর গ্রাম

সে যে আমার জন্মভূমি আমার মাতৃভূমি

বাংলাদেশ তার নাম ।।

এখানে রাখালিয়া বাঁশের বাঁশরি

মন ছুয়ে যায়

নুপুরের ঝংকারে কল কল সুর তোলে

নদী বয়ে যায়

পাহাড় ধুঁয়ে ধুঁয়ে নির্ঝরীনি

যায় ছুটে অবিরাম ।।

এখানে ভাটিয়ালি সূরে মাঝি গায়

জীবনের গান

পাখিদের কল্লোলে মহুয়া সবুজ বনে

করে আহবান

সবুজ আচল পাতা এই প্রকৃতি

নিটোল রূপের এক গ্রাম ।।

অভিযাত্রী

বিষয়: সাহিত্য

২৩৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File