কখনো দেখেছেন/শুনেছেন কি ?

লিখেছেন লিখেছেন অবুঝ মানুষ ০৯ সেপ্টেম্বর, ২০১৬, ০৯:১০:২৭ রাত

কখনো দেখেছেন/শুনেছেন কি ?

৪৫ বছর ধরে চুরি করা চোর সাধু হয়ে গেছে ?

৪৫ বছর ধরে ডাকাতি করা ডাকাত ভালো হয়ে গেছে ?

৪৫ বছর ধরে অশ্লিলতার সাথে জড়িতরা পবিত্র হয়ে গেছে ?

৪৫ বছর ধরে অন্যায় করে আসা ব্যক্তিটি আজ সৎ হয়ে গেছে ?

৪৫ বছর ধরে খুনের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িতরা সাধু সন্যাসী হয়ে গেছে ?

প্রশ্নের উত্তর যদি না হয়, আর হবেই বা না কেন ?

মানবতার দিশারী (সঃ) বলে গেছেন, পাহাড় তার স্থান পরিবর্তন করলে বিশ্বাস করবে, কিন্তু কারো স্বভাব চরিত্র পরিবর্তন হয়েছে শুনলে বিশ্বাস করবে না।

যদি তাই হয়ে থাকে,

তাহলে কেন ?

৪৫ বছর থেকে আজ পর্যন্ত যাদের বিরুদ্ধে কোন চুরি, ডাকাতি, সন্ত্রাসী, অন্যায়, জুলুমের কোন অভিযোগ পাওয়া যায়নি। জীবনের এই দীর্ঘ সময়ে যাদের নামে কোন মামলা দায়ের করা হয়নি।

৪৫ বছর আগে কী করে তারা এত বড় বড় অন্যায়ের সাথে জড়িত হতে পারে যার জন্য ফাসিঁর মত কঠিন শাস্তি ভোগ করতে হবে ?

যাদের চোখে টিনের চশমা লাগানো আছে, তাদের সেই টিনের চশমাগুলো সড়ানোর সময় কি এখনো আসেনি ?

মনে রাখবেন এই দিন শেষ দিন নয়, আরো দিন আছে, যেদিন এ জালিমদের চোখগুলি বিস্ফোরিত হয়ে যাবে।

দেখুন কোরআন কি বলছে :

(এখন এ জালেমরা যা কিছু করছে আল্লাহকে তোমরা তা থেকে গাফেল মনে করো না৷ আল্লাহ তো তাদেরকে সময় দিচ্ছেন সেই দিন পর্যন্ত যখন তাদের চক্ষু বিস্ফরিত হয়ে যাবে) [সুরা ইবরাহিম-৪২]

বিষয়: বিবিধ

৯২০ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

377390
১০ সেপ্টেম্বর ২০১৬ সকাল ১১:২৬
হতভাগা লিখেছেন : তারা ৭১ এ কৃত পাপের জন্য ক্ষমা চায় নি । আর তারা যে দেশের জন্য জানবাজি রেখেছিল সেই দেশে চলে না গিয়ে প্রতিপক্ষ দেশে ছিল ।

মাফ চাইলেই পাশার দান উল্টে যেত ।
377415
১১ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ০১:০৯
অবুঝ মানুষ লিখেছেন : দেশ বিভাজন প্রশ্নে ভিন্নমত থাকতেই পারে। কিন্তু দেখতে হবে পরবর্তিতে তারা স্বাধীনতাকে মেনে নিয়েছে কিনা। তবে পাপের কথা দ্বারা কি বুঝাতে চেয়েছেন তা স্পট নয়। পোষ্টে পাপের ধর্ম ব্যাখ্যা করা আছে। অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File