দ্বীনের লেবাসে তোমরা যারা জাকির নায়েকের বিরোধিতা করছ
লিখেছেন লিখেছেন অবুঝ মানুষ ১০ জুলাই, ২০১৬, ০৫:৫৯:৪৯ বিকাল
একটু চিন্তা করো,
* তোমরা কি পেরেছ ইসলামের সৌন্দর্যকে অমুসলিমদের সামনে এত সুন্দর করে উপস্থাপন করতে ?
* তোমরা কি পেরেছ বিধর্মী পন্ডিতদের চ্যালেঞ্জের যোগ্য জবাব দিতে ?
* তোমরা কি পেরেছ দ্বীনের প্রচারের জন্য পিস টিভির মত বিশ্ব সমাদৃত একটি টিভি চ্যানেল উপহার দিতে ?
তোমরা কেন তার বিরোধীতা করছ:
সে কি ইসলামের মৌলিক আক্বীদা ও বিধিবিধানের সাথে মত বিরোধ করে ?
ওহে বন্ধু তোমার কানে কি পৌছেনি ফিলিস্তিন, ইরাকে, সিরিয়া, ইয়ামেন এ তোমাদের মা, বোন, ছোট ছোট ভাইদের নির্বাক করা আর্ত চিৎকার ?
শোন বন্ধু, আজ সকল ইসলাম বিদ্বেষী দ্বীনের সকল দিক ও বিভাগ নিয়ে এক কঠিন ষড়যন্ত্রে মেতে ওঠেছে, ইসলামের এই সংকটকালীন মূহুর্তে আজ একটি সীসা ঢালা প্রাচীরের ন্যয় ঐক্যের খুবই প্রয়োজন।
যে ঐক্য আমাদের দিয়ে ছিল তৎতকালীন পরাশক্তি রোম ও পারস্যের উপর বিশাল বিজয়।
তোমাদের করজোড়ে অনুরোধ করি, বিভক্তি নয় ঐক্যবদ্ধ হও। ছোট ছোট কারণে বড় কিছু হারিয়ো না।
মনে রেখ, আজ ওরা জাকির নায়েকে টার্গেট করেছে, কালকে তোমাকে করবে।
জেনে রেখ, ওরা ইসলামের দুশমন, শুধু মাত্র জাকির নায়েক বা গুটি কয়েক ইসলামী দলের নয়।
আল্লাহর সে বানীকে স্মরণ করিয়ে দিচ্ছি:
“তোমরা সবাই মিলে আল্লাহর রুজ্জু মজবুতভাবে আকঁড়ে ধরো এবং দলাদলি করো না৷ আল্লাহ তোমাদের প্রতি যে অনুগ্রহ করেছেন সে কথা স্মরণ রেখো৷ তোমরা ছিলে পরস্পরের শক্র ৷ তিনি তোমাদের হৃদয়গুলো জুড়ে দিয়েছেন৷ ফলে তাঁর অনুগ্রহ ও মেহেরবানীতে তোমরা ভাই ভাই হয়ে গেছো৷ তোমরা একটি অগ্নিকুণ্ডের কিনারে দাঁড়িয়ে ছিলে৷ আল্লাহ সেখান থেকে তোমাদের বাঁচিয়ে নিয়েছেন ৷ এভাবেই আল্লাহ তাঁর নির্দশনসমূহ তোমাদের সামনে সুস্পষ্ট করে তুলেন ৷ হয়তো এই নিদর্শনগুলোর মাধ্যমে তোমরা নিজেদের কল্যাণের সোজা সরল পথ দেখতে পাবে”।
,,,,,,,,,,,,,,,,,,,,,,,সুরা আলে ইমরান-১০৩
বিষয়: বিবিধ
১১৪০ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যেসব ভন্ডরা চাইতো ইসলামকে নিজেদের উদ্দেশ্য হাসিল করার জন্য ব্যবহার করতে , চাইতো সাধারণ মানুষ যাতে না বুঝেই ক্বুরআন পড়ে এবং এর অর্থ বা তাফসীর শুধু তাদের কাছ থেকেই শুনে - এরা এখন বগল দাবাচ্ছে ।
তবে এটা জাকির নায়েক তথা পিস টিভি তথা ইসলামের সঠিক ব্যাখ্যা অনুসন্ধানকারীদের জন্য সাপে বর হয়ে আসবে । ৯/১১ ওয়ালারা ইসলামকে আঘাত করার চেষ্টা করে উল্টো ইসলামকে সাধারণ মানুষের আগ্রহের কেন্দ্র বিন্দুতে পরিনত করেছিল ।
এখন পিস টিভিও মানুষ আরও বেশী বেশী করে দেখবে ।
আল্লাহ তার দীনকে আরও সমুজ্জল করবেনই তাতে কাফের মুশরিকদের যতই গা জালা করুক না কেন
মন্তব্য করতে লগইন করুন