সময়ের পরিক্রমায় আতংকের রকমফের

লিখেছেন লিখেছেন অবুঝ মানুষ ১৪ আগস্ট, ২০১৬, ০৪:৪৬:৪৩ বিকাল

যখন খুব ছোট ছিলাম, দেখতাম বাবা মা, পাড়া প্রতিবেশীরা এক অজানা আতংকের মধ্যে দিয়ে দিন কাটাতো, না জানি কখন তার জান, মাল কিংম্বা আদরের সন্তানটি চোর, ডাকাত আর সন্ত্রাসী কর্তৃক আক্রান্ত হয়।

সময়ের পরিক্রমায় সল্প সময়ের জন্য হলেও দেখার সুযোগ হলো চোর, ডাকাত আর সন্ত্রাসীরা রাবের ক্রস ফায়ারের ভয়ে পুলিশের কাস্টডিতে আশ্রয় খুজছে।

সময়ের আবর্তে দেখছি, আতংকের ধরণ পাল্টে গেছে। আজ বাবা মা, পাড়া প্রতিবেশীরা আতংকে আছে এই বুঝি তার সন্তানটি বিশেষ বাহিনী (সবাই অবহিত) কর্তৃক কিডন্যাপ হবে, আর সকালে খবরের কাগজে দেখবে ক্রস ফায়ারে নিহতের সংবাদ, কিংম্বা সন্তানের মুক্তির জন্য লাখ লাখ টাকা তাদের হাতে তুলে দিতে হচ্ছে।

জানি না, আরো কত রকম আতংকের মুখোমুখি হতে হবে দুর্ভাগা বাঙ্গালীকে।

বিষয়: বিবিধ

১০১৭ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

376251
১৪ আগস্ট ২০১৬ রাত ০৮:১৪
কুয়েত থেকে লিখেছেন : দেখার সুযোগ হলো চোর ডাকাত আর সন্ত্রাসীরা রেবের ক্রস ফায়ারের ভয়ে পুলিশের কাস্টডিতে আশ্রয় খুজছে। আপনাকে অনেক ধন্যবাদ
376263
১৪ আগস্ট ২০১৬ রাত ১০:২৯
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ পিলাচ Thumbs Up Thumbs Up Thumbs Up
376285
১৫ আগস্ট ২০১৬ সকাল ০৭:৪৪
হতভাগা লিখেছেন : অপরাধীদের ধরার চেয়ে সাধারণ মানুষকে নিগৃহীত করতে বেশী মজা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File