-তোমার পরিচয়?-আমি একজন ব্লগার।-ছিঃ ছিঃ ছিঃ

লিখেছেন লিখেছেন হুদাই প্যাচাল বাক্স ০২ এপ্রিল, ২০১৩, ১০:০৫:৫৪ রাত

জ্বী ভাইজান

বর্তমানে নিজেকে ব্লগার হিসেবে পরিচয় দিতে গেলে ঠিক এই রখম পরিস্থিতির স্বিকার হতে হয়।

কিন্তু কেন ভাই?

এর একটাই কারন কিছু লেজবক্র প্রাণীর অর্ধ তরলের দ্বারা সৃষ্টি কিছু তরুন এবং মেধাবি ব্লগারের কারনে।শুধু ব্লগাররাই নন ব্লগ কর্তৃপক্ষের দরুনও।

তারা মুক্ত ব্লগিং এর সুযোগ নিয়ে নানা ধর্মিও.সাম্প্রদায়িক সংঘাত ছড়িয়ে দেয় যার কারনে সৃষ্টি হয় অনিয়ম,অনাচার,কলহো|

এখানে সর্ব প্রথম আমার অনুরোধ থাকবে ব্লগ কর্তৃপক্ষের নিকট ।ইতিমধ্যেই অনেকেই জানেন নাস্তিক ব্লগ নামে পরিচিত সামু ব্লগ কে যেখান থেকেই সকল নাস্তিকতার গোড়াপত্তন ।

এক্ষেত্রে যদি ব্লগ কর্তৃপক্ষ প্রথম থেকেই তাদের প্রতিহত করত তবে তারা আর মাথা চাড়া দিয়ে উঠত না ।

টুডে ব্লগের নিকট আমার আহ্বান আপনাদের ব্লগ অনেক বড় হয়ে উঠুক এটা আমরা সবাই চাই ।কিন্তু আমরা চাইনা নাস্তিকতায় ভরে উঠুক ।সুতরাং আপনাদের ব্লগে যে কোন ধর্মে আঘাত হেনে যেই পোস্ট করুকনা কেন তার বিরুদ্ধে বিনা নোটিশে একশন নেওয়া ।

শুভ ব্লগিং

ফেসবুকে আমি http://facebook.com/rrbzlove

সবাই কম্ভেন্ট করে জানান দিন

বিষয়: বিবিধ

১২৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File