বৈশাখি টিভি এবং উত্তাল মার্চ!বৈশাখি টিভির কান্ড দেখুন।

লিখেছেন লিখেছেন হুদাই প্যাচাল বাক্স ০৬ মার্চ, ২০১৩, ১০:১৪:৫৩ রাত

Boishakhi tv তে বামে উপরের কোণোয় লেখা উঠে 'উত্তাল মার্চ'।আর এই চ্যানেলেই 'ছন্দ তালে' নামে একটা প্রোগ্রামে ভারতের মুভির গান চলতেছে।এই দুইয়ের মধ্যে কোনোভাবেই কম্বিনেশন খুঁজে পাচ্ছিনা।

৭ই মার্চে যে ঐতিহাসিক ভাষন দেওয়া হয়েছিল তাতে তো কোনো ভেজাল ছিলনা।নিঃস্বার্ ­থ ভাবে মানুষ দলে দলে যোগ দিয়েছিল সেদিন।তাহলে আজ কেন চ্যানেল গুলো এরুপ মিশ্র কাজ করছে।

তাহলে কোণার সেই 'উত্তাল মার্চ' লেখাটা কি জাদুঘরের মত শুধুমাত্র দেখানো ?? না,জাদুঘরের সাথে তুলনা দেওয়াটা ঠিক হয়নি।জাদুঘরের প্রতিটা জিনিসতো তাৎপর্য বহন করে।কিন্তু এই চ্যানেলগুলোর দ্বিমুখীভাব কি বহন করে !!!

বিষয়: বিবিধ

১২৭০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File