ভাতিজার মুখে জাতির পিতার গল্প
লিখেছেন লিখেছেন হুদাই প্যাচাল বাক্স ০৭ ডিসেম্বর, ২০১৩, ০৮:২৫:৫৭ রাত
ভাতিজা,
নাম ফাহিম,
ফুফাতো ভাইয়ের ছেলে আরকি!
তৃতিয় শ্রেণীতে পড়ে । পরিক্ষা চলতেছে । কয়েক দিন আগে বিজ্ঞান পড়াচ্ছিলাম । ভাতিজারে একটা প্রশ্ন জিগাইলাম এই রকম"আচ্ছা মাইক দিয়ে কি প্রচার করা হয়?"ভাতিজা পটাপট উত্তর দিলঃহরতাল প্রচার করা হয়(!)যদিও টাশকি খাওয়ার কথা তবুও সামলিয়ে নিলাম । বাংলা পরিক্ষার আগের রাতে জিগ্যেস করলাম "ট্রাফিক পুলিশের কাজ কি"(নিরাপদে চলাচল নামক অধ্যায় থেকে প্রশ্ন করা) পটাপট উত্তরঃ ধাওয়া করা এবং ধোয়া নিক্ষেপ করা!(টাশকি খাওয়ার কথা থাকলেও ভাবলাম ঐ ট্রাফিক পুলিশ কাকে বলে বুঝে নাই।তাই বিষয় টা মেনে নিলাম।)
কিন্তু,আজ আর মানতে পারলাম না!
আগামিকাল ইসলাম ধর্ম পরিক্ষা, তাকে প্রশ্ন করলাম আচ্ছা জাতির পিতা কে?উত্তর পটাপটঃ শেখ মুজিবুর রহমান ! আমি বল্লাম উত্তর ভুল ।সঠিক উত্তর হযরত ইব্রাহীম(আ) ।সে আমার উত্তর মেনে নিতে পারলনা । তার উত্তর যে সঠিক তা প্রমান করার জন্য তার সমাজ বইয়ের"আমাদের জাতির পিতা"নামক অধ্যায় টি দেখাইল । আমি আর কিছু না বলে ।মাথা হেট করে চলে আসলাম ঘড় থেকে ।
এই রকম আর কত মাথা হেট করব!আমরা?
https://facebook.com
বিষয়: বিবিধ
১৩৫২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন