বাংলাদেশে সম্ভবত কুরআন তেলাওয়াত আর বিসমিল্লাহ নিয়ে সবচেয়ে বেশি বিজনেস হয়!!

লিখেছেন লিখেছেন হুদাই প্যাচাল বাক্স ২৭ অক্টোবর, ২০১৩, ০২:২৭:৪১ দুপুর

কোন সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়

কুরআন তেলাওয়াত দিয়ে। একটু পরই শুরু হয় গান বাজনা নৃত্য।

অশ্লীল যাত্রাপালা শুরু করা হয়

কুরআন তেলাওয়াত দিয়ে। তারপর

রাতভর চলে নোংরামি। আশ্চর্য

হয়ে দেখবেন, সিনেমা হল

উদ্ভোধনের প্রাক্কালেও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

কুরআন তেলাওয়াত হয়।

দুঃখ, অনুতাপ, পরিতাপের বিষয়

হচ্ছে, এসব মিলাদ মাহফিল,

কুরআন তেলাওয়াতে অর্থের

বিনিময়ে ফ উ মাসুদ স্টাইলের আলেম(?) রা অত্যন্ত সহজলভ্য! এবার আসি বিসমিল্লাহর কথায়।

কলকাতা হার্বালের বিজ্ঞাপনের

লিফলেটের শুরুতেও বিসমিল্লাহ

লেখা থাকে। কুখ্যাত

সন্ত্রাসীরাও তাদের

নির্বাচনী পোস্টারে বিসমিল্লাহ ইউজ করে। সেদিন দেখলাম, নিহত

লীগ

নেতা জগতজ্যোতি তালুকদারের

রুহের মাগফিরাত(?)

কামনা করে পোস্টার

ছাপানো হয়েছে! সব সিনেমার শুরু হয় বিসমিল্লাহ লেখা দিয়ে।

যে সিনেমার পোস্টারে বড় বড়

অক্ষরে লেখা থাকে, " অশ্লীলতার

কোন সংজ্ঞ নাই", সেই সিনেমার

শুরুতেও পর্দায় ভেসে উঠে,

"বিসমিল্লাহ" কুরআন তেলাওয়াত আর

বিসমিল্লাহর এই অপব্যাবহার

বন্ধে, আলেম সমাজের দ্রুত উদ্যোগ

নেওয়া উচিত।



ফেসবুকে আমি

https://facebook.com/rrbzlove/

বিষয়: বিবিধ

১৪২৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File