ছাত্র দের গান
লিখেছেন লিখেছেন হুদাই প্যাচাল বাক্স ১০ অক্টোবর, ২০১৩, ০৮:১৪:৫০ রাত
স্যার গো ভাবনা কেনো,
আমরা তোমার ভদ্র ঘরের ভন্ড ছেলে।
মোরা পরীক্ষা এলে বই হাতে
ধরতে জানি।
তোমার ভয় নেয় স্যার আমরাও A+
পাইতে জানি।
আমরা পড়াশুনা করবো না,
তবুও পরীক্ষাই ফেইল করব না।
আমরা সময় মতো প্রশ্ন আউট করতে জানি,
তোমার ভয় নেই স্যার আমরাও A+
পাইতে জানি।
বিষয়: সাহিত্য
১১১৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন