আমি শেখহাসিনা

লিখেছেন লিখেছেন হুদাই প্যাচাল বাক্স ০৭ অক্টোবর, ২০১৩, ১২:৪৬:০৩ দুপুর

আমি শেখ হাসিনা

দেশ দরদে বাচিনা ।

নির্বাচনটা এলে পরে

ধরি অনেক রূপ..!

জনগণকে ফেলবো ফাদে

খুরেছি নতুন কূপ ।

কখনো কপালে তিলক পরি

কখনো হই খ্রিষ্টান

কখনো বা হজ্জ করি

হয়ে মুসলমান ।

দাদা ছিল হিন্দু আমার

বাবারো সেই ধর্ম

তাই আমি বুঝতে চাইনা

ইসলামেরি মর্ম ।

ছেলের বউ ইহুদি আমার

ছেলেও খ্রিষ্টান হয়

মেয়ের শ্বশুর রাজাকার

কি অপরূপ সমন্বয় ।

আমার বাবা শেখ মুজিব

ক্ষমতায় থাকার তরে

সকল মতকে পায়ে পিষে

বাকশাল কায়েম করে ।

রক্ষিবাহিনী গড়ে তিনি

মারেন মুক্তিযোদ্ধা

আমিও ভাই করিনা

তাদের খুব শ্রদ্ধা ।

রাজাকার ছিল যত

আওয়ামী নেতারা

তাই তিনি বিচার করতে

পারেননি বেচারা ।

আমার বাবা জাতির পিতা

করছি আমি ঘোষনা

এত বলার পরেও কেন

তোমরা তা মাননা ।

বাবার নামে সব হবে

হবে বিমান বন্দর

যদি কেউ বাধা দেয়

জলদি তাদের খতম কর ।

দেশের যত প্রতিষ্ঠান

করবো বাবার নামে

আমার তো অবদান নাই

স্বাধীনতার কামে ।

নির্বাচনের আগে অনেক

দিয়েছিলাম প্রতিশ্রুতি

ক্ষমতা পেয়ে ভূলে গেছি

পাল্টেছে মতি - গতি।

দেশের মানুষ না খেয়ে থাক

তাতে আমার কি?

যে করেই হোক আমিতো

প্রধানমন্ত্রী হয়েছি ।

ইসলামকে করতে ক্ষতম

বাংলাদেশের মাটিতে

বড় যত আলিম তাদের

ঝুলাতে হবে ফাঁসিতে ।

প্রহশনের বিচার করে

দেবো তাদের ফাঁসি

তবেই কেবল ফুটবে আমার

মুখে মিষ্টি হাসি ।

জোর করে থাকবো আমি

ক্ষমতা আকরে ধরে

বাধা দিতে আসলে কেউ

দেবো জেলে পুরে ।

রাজপথে নামবে যারা

খাবে তারা গুলি

এভাবেই উড়িয়ে দেবো

সবার মাথার খুলি ।

ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গড়বো

এই করেছি পণ

করবে সাহায্য ভারত আমায়

দিয়ে প্রচুর ধন ।

বিষয়: সাহিত্য

১৫৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File