আমরা বাঙ্গালি এটা কি ভাবে বুঝবেন?তাহলে দেখুন

লিখেছেন লিখেছেন হুদাই প্যাচাল বাক্স ০৩ অক্টোবর, ২০১৩, ১০:৪০:৩০ সকাল

- ২৫ টাকা দিয়ে দই খাবে না, সেইটা যখন পানি মিশিয়ে চিকন গ্লাসে আপনার সামনে লাসসি হিসেবে দিবে তখন খেয়ে আরাম পাই। দাম ৫৫ টাকা দিতে কষ্ট লাগে না!!

- ১৫০ টাকা দিয়ে একটা মুরগির রান টিক্কা হিসেবে খেয়ে খুশি কিন্তু এক কেজি মুরগির দাম ১৪০ থেকে বাড়িয়ে ১৪৫ টাকা করলে জীবন যাপন কঠিন হয়ে যায়।

- ৪০ টাকা দিয়ে একটা আইস ক্রিম খাবে না, ১২০ টাকা দিয়ে তার অর্ধেক খাবে মাংগো ফ্লেবার বলে!!

- নিজে বাস থেকে নামবে নিজের বাসার

সামনে কিন্তু অন্য কেউ নামলে বলবে বাস কি ভাড়া দিয়ে কিনে ফেলসে নাকি? বাস ষ্টপ ছাড়া থামবে কেন?

- স্কুলে বেতন ৪০ টাকার বেশি দিবে না, কিন্তু একই স্কুলের টিচারের

কাছে কোচিং করে বেতন দিবে ১০০০

টাকা মাসে!!

-বিয়েতে হাজার মানুষ কে খাওয়াবে কিন্তু বাবুর্চির বিল দেয়ার সময় বলবে ১০০ টাকা কম নাও!!!

- এক ভরা পেট খেয়ে আবার পেট কমানোর জন্য দৌড়!!!

- রেস্টুরেন্টে টিপস দিবে ৩০ টাকা কিন্তু রিক্সাওয়ালাকে ৫ টাকা বেশি দিবে না।

- সঠিক পথে পাসপোর্ট বানাতে দেন জীবনেও পাবেন না, অবৈধ পথে ৩ দিন।

- স্মারক লিপি দেন, আমরন অনশন করেন দাবী পূরণ হবে না, গাড়ী জ্বালান, পোড়ান,

মানুষ সহ পোড়াতে পারলে তো আরো ভাল, দাবী ঘন্টার মধ্যে পূরণ হবে!

- এই রকম আরো লেখা যায়,আমাদের সবার মধ্যে এই গুণ গুলো আছে। আসলে আমাদের সমস্যা কোষ্টকাঠীন্য রোগের মত, প্রতিদিন

সকালে টয়লেট করতে কষ্ট হলে শপথ নেই আজকে থেকে মাংস আর খাবো না, কিন্ত ঠিক বিকেলে আবার পরটা ঠিক্কা দিয়ে নাস্তা!!!

ফেসবুকে আমি ।[url=http://facebook.com/rrbzlove[/url]

বিষয়: বিবিধ

১৫২২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File