মা তো মা ই ।অন্য কিছুই না ।

লিখেছেন লিখেছেন হুদাই প্যাচাল বাক্স ২২ আগস্ট, ২০১৩, ১২:৫৪:৩২ দুপুর

আচ্ছা "ঐশী" নামক মেয়েটিকে যখন

রিমান্ডে চার্জ করা হবে তখন

সে কি বলে কেঁদে উঠবে ?

ওয়াট এ ফাক ?

ওয়াট দ্যা হ্যাল ?

নাকি,

ও মা , মাগো ! ! !

ও বাবাগো ! ! !...

ঐ সময়ে নিঝুম নিরালায়

শুয়ে থাকা ঐশীর বাবা-মায়ের

আত্মা কি তাদের খুনি মেয়ে ঐশীর জন্য

কেঁদে উঠবে না ? ...

নট মোস্ট প্রবাবলি,ইটস ওইল বি মাস্ট

অ্যান্ড ড্যাম সিউর

খুনি মেয়ের কষ্ট দেখেও মা-বাবার

আত্মা ঠিকই কেঁদে উঠবে

তেমনি ঐ বখাটে ললনা ইয়াবা-ডিজে-

নাইট ক্লাব এদিক্টেড ও সেক্স

প্রিয়াসি ঐশী ঐ অন্ধকার

রিমান্ডে ঠিকই আনমনে "ও মা" "ও

বাবাগো" বলেই চিৎকার করে উঠবে।

ধিক ঐ সমাজকে ধিক ঐ চুষিল

সোসাইটিকে।

আমি আজও আমার মায়ের ডাকে সন্ধায়

ফিরে আসি বাসায়

আমি আজও অন্যায়ের কারনে বকা খাই

মায়ের কাছে

আমি আজও চা খেতে গেলে ৫-১০

টাকা মার কাছ থেকে নিয়ে চা-বিস্কুট

খেতে যাই।

দরকার নেই ঐশীর মত নিলজ্জ

স্বাধীনতা,দরকারনেই ঐশীর মত

মাসে ১ লাখ টাকা।

মায়ের শাড়ির আচল থেকে দেয়া ৫-১০

টাকাই আমার জন্য যথেস্থ। সন্ধ্যায়

আমি নীড়ে(বাসায়) ফিরে আসি ঐ

মায়ের ডাকেই ।

ফেসবুকে আমি http://fb.com/rrbzlove

বিষয়: বিবিধ

১২৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File