টাকা আর টাকা
লিখেছেন লিখেছেন মুহছিনা খাঁন ৩০ অক্টোবর, ২০১৪, ১১:২৮:০৭ সকাল
জানেন আমার মাঝে মাঝে মনে হয় টাকা হলেই সব কিছু পাওয়া যায়।সম্মান, আদর, ভালোবাসা আবার মনে হয় taka can be change everything সব সমস্যা বোধহয় সমাধান করে দেয়।
কিন্তু জীবনের তরী বেয়ে বেয়ে যখন সত্যের সম্মুখীন আর বাস্তবের মুখোমুখি হলাম তখন উপলব্ধি করতে পারলাম না টাকা দিয়ে সব ফিরে পাওয়া যায়না। এমন কিছু দুর্লভ জিনিস আছে যা টাকার বিনিময়ে ফিরে পাওয়া যায়না ।
যদি তাই হতো তাহলে আমারতো অনেক সবুজ ডলার ছিলো মাকে আর বড় ভাইকে আটকে রাখতে পারলামনা কেন ? যাদেরকে হারিয়ে আমি নিরব হলেই ব্যাকুল হয়ে কাঁদি আমার
সব সুখেও দু:খেও । আচ্ছা এত প্রিয় মানুষ গুলো টাকা না পেলে এমন অচেনা হয়ে যায় কেন ? এর জবাব জানি কারো কাছে নেই। সবাই এই সবের স্বীকার তবুও টাকার পিছনে ছুটছি সব পিছনে ফেলে।
বিষয়: বিবিধ
১২৪৫ বার পঠিত, ১০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
সুন্দর উপলব্ধি আপনার! কিন্তু টাকা থাকায় যে কাজ গুলো করতে পেরেছেন,টাকা না থাকলে আফসোস কত বেশী হতো তা ভেবেছেন?
টাকার প্রয়োজন অনেক। ঈমানী পুর্ণতা আনে এই টাকাই!
তাই বলি...সঠিক পন্থায় টাকা উপার্জনে সর্বপ্রচেষ্টা চালাও সবাই!!
তবে আপনি সহ উপরের কমেন্টে যা বলেছেন বিজ্ঞ ব্লগার আপু/ভাইয়ারা..... খুবি সুন্দর বলেছেন।
মন্তব্য করতে লগইন করুন