টাকা আর টাকা

লিখেছেন লিখেছেন মুহছিনা খাঁন ৩০ অক্টোবর, ২০১৪, ১১:২৮:০৭ সকাল

জানেন আমার মাঝে মাঝে মনে হয় টাকা হলেই সব কিছু পাওয়া যায়।সম্মান, আদর, ভালোবাসা আবার মনে হয় taka can be change everything সব সমস্যা বোধহয় সমাধান করে দেয়।

কিন্তু জীবনের তরী বেয়ে বেয়ে যখন সত্যের সম্মুখীন আর বাস্তবের মুখোমুখি হলাম তখন উপলব্ধি করতে পারলাম না টাকা দিয়ে সব ফিরে পাওয়া যায়না। এমন কিছু দুর্লভ জিনিস আছে যা টাকার বিনিময়ে ফিরে পাওয়া যায়না ।

যদি তাই হতো তাহলে আমারতো অনেক সবুজ ডলার ছিলো মাকে আর বড় ভাইকে আটকে রাখতে পারলামনা কেন ? যাদেরকে হারিয়ে আমি নিরব হলেই ব্যাকুল হয়ে কাঁদি আমার

সব সুখেও দু:খেও । আচ্ছা এত প্রিয় মানুষ গুলো টাকা না পেলে এমন অচেনা হয়ে যায় কেন ? এর জবাব জানি কারো কাছে নেই। সবাই এই সবের স্বীকার তবুও টাকার পিছনে ছুটছি সব পিছনে ফেলে।

বিষয়: বিবিধ

১১৮৪ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

279585
৩০ অক্টোবর ২০১৪ সকাল ১১:৪৭
কাহাফ লিখেছেন :
সুন্দর উপলব্ধি আপনার! কিন্তু টাকা থাকায় যে কাজ গুলো করতে পেরেছেন,টাকা না থাকলে আফসোস কত বেশী হতো তা ভেবেছেন?
টাকার প্রয়োজন অনেক। ঈমানী পুর্ণতা আনে এই টাকাই!
তাই বলি...সঠিক পন্থায় টাকা উপার্জনে সর্বপ্রচেষ্টা চালাও সবাই!!
279587
৩০ অক্টোবর ২০১৪ সকাল ১১:৪৮
মোস্তফা সোহলে লিখেছেন : টাকায় সব আবার টাকা কিছুই নয়
279617
৩০ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৫১
মামুন লিখেছেন : এমন কিছু দুর্লভ জিনিস আছে যা টাকার বিনিময়ে ফিরে পাওয়া যায়না ।- বাহ! চমৎকার লিখেছেন তো! সহমত আপনার সাথে। Thumbs Up Rose Rose Good Luck
279627
৩০ অক্টোবর ২০১৪ দুপুর ০১:২৮
সালসাবীল_২৫০০ লিখেছেন : টাকা দিয়ে সব কিছু হয়না, যেমন আমার হয় নাই !!!
279628
৩০ অক্টোবর ২০১৪ দুপুর ০১:৩৪
তৃতীয় চোখ লিখেছেন : অর্থই সকল অনর্থের মূল
279740
৩০ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:৫৬
আফরা লিখেছেন : টাকা দিয়ে সব কিছু হয়না ।তবে অনেক কিছুই হয় ।অনেক কষ্টের মাঝে যদি আপনার টাকা থাকে সেটাও একটা শান্তনা ।
280174
০১ নভেম্বর ২০১৪ সকাল ০৮:৫১
রেহনুমা বিনত আনিস লিখেছেন : Money gives you a temporary sense of achievement, but in the long run it cannot bring you the fulfillment you expect from life.
280336
০১ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৫১
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : নতুন করে কী আর বলবো? মাথাটাও কেমন জানি হয়েগেলো! At Wits' End At Wits' End Chatterbox Chatterbox

তবে আপনি সহ উপরের কমেন্টে যা বলেছেন বিজ্ঞ ব্লগার আপু/ভাইয়ারা..... খুবি সুন্দর বলেছেন। Not Listening Not Listening
286347
২১ নভেম্বর ২০১৪ রাত ০১:৫৮
যা বলতে চাই লিখেছেন : টাকা দিয়ে অনেক কিছু হয়, কিন্তু সব হয়না। জীবনে কখনো যদি কোন সম্পদশালী মানুষ অর্থ কষ্টে পড়ে তবে সে ই কেবল বুঝে টাকা দিয়ে আসলে কি হয়, আর কি হয়না। এ টাকাই কখনো আত্মীয়তার মাপকাঠি, কখনো বন্ধুত্বে মাপকাঠি,কখনো ভালবাসার মাপকাঠি এমনকি কখনো সে ঈমানেরও মাপকাঠি বুঝবেন তখন, যখন টাকা আপনার হাতে থাকবেনা।
১০
286452
২১ নভেম্বর ২০১৪ সকাল ১১:৪৮
হতভাগা লিখেছেন :

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File