বিদায় হে নেতা তোমাকে বিদায়
লিখেছেন লিখেছেন মুহছিনা খাঁন ২৪ অক্টোবর, ২০১৪, ১০:৩৪:৪৪ সকাল
তুমি চলে গেলে নিরবে, আকাশে বাতাসে ,দেশে, প্রবাসে, পৃথিবীময় হাহাকার ছড়িয়ে। তোমার জ্বালিয়ে যাওয়া আলোতে আলোকিত হচ্ছে আজ পুরো জাতি। তোমার জান্নাতের আংগীনা ভরে উঠুক সুবাসে সুগন্ধে। যারা তোমাকে না চিনে শেষ বয়সে এত কষ্ট দিলো তাদেরকে আল্লাহ হেদায়াত দান করুন। তোমার কষ্টের বিনিময়ে তাদের প্রত্যেকের ঘরে ইসলামের আলোয় ভরে উঠুক। তারা যেন বুঝতে পারে কি বড় ভুলটাই না করেছে তোমাকে কষ্ট দিয়ে। অনেক শ্রদ্ধা , ভালোবাসা আর দোয়া রহিলো। বিদায় হে নেতা তোমাকে বিদায় আল্লাহ হাফেজ। ফি আমানিল্লাহ।
বিষয়: বিবিধ
১১৪৩ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ইসলামী সমাজ বিনির্মানের অকোতভয় সিপাহসালার মজলুম জননেতা ভাষা সৈনিক অধ্যাপক গোলাম আজম কে আল্লাহ জান্নাতের মেহমান করে নিন, আমিন।
আল্লাহ্ পাকের নিকট তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোক সন্তপ্ত পরিবার সহ দেশে বিদেশে ইসলামী আন্দোলনের নিবেদিতপ্রাণ কর্মীদের ধৈর্য্য ও সাহসের সাথে সর্বাবস্থার সঠিক মোকাবিলা করার প্রত্যয় ও বুদ্ধির জন্য প্রার্থনা জানাই। আল্লাহ তুমি আমাদের মরহুম নেতাকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ আসনে আসীন করে নিও, আমীন, ইয়া রাব্বাল আ'লামীন।
মন্তব্য করতে লগইন করুন