চাওয়া

লিখেছেন লিখেছেন মুহছিনা খাঁন ২০ অক্টোবর, ২০১৪, ০২:১৯:১৫ রাত

তোমার কাছে ছিলো আমার

অনেক দিনের পাওনা

চুঁকিয়ে দিলে এমনি করে

ধরিনি যা বায়না।

ভালোবেসে আদর মেখে

যখন যা দাও তুমি

রেখেছি সব যত্নে তোলে

অভিমান সব ভুলি।

তোমার কাছে চেয়ে ছিলাম

আমায় ভালো লাগা

এখনো তা পাইনি আমি

আছি আজো একেলা।

এমনি করে কেনো আমায়

সরিয়ে দিলে দুরে

বাঁচতেআবার চাই যে আমি

তোমায় নিয়ে বুকে।

(বাংলার কুয়াশার সকাল পর করে দিলে আমাকে। আর দেখতে পাইনা তোমার মিষ্টি রোদ)।

বিষয়: বিবিধ

৯১১ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

276199
২০ অক্টোবর ২০১৪ রাত ০২:২৪
বুড়া মিয়া লিখেছেন : হুম কঠিন ...

... অনলে ... অঙ্গ যায় জ্বলিয়ারে ভ্রমর ... কইও গিয়া!

আপনি তো নিজেই কইইয়া ফেললেন
276220
২০ অক্টোবর ২০১৪ সকাল ০৬:৪৭
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আপুনি কবিতা অনেক সুন্দর হয়েছে Thumbs Up Thumbs Up ...... আজকে কুওয়াশার মিষ্টি রোধকে গায়ে মেখে আদর করলাম Love Struck Tongue Tongue
276238
২০ অক্টোবর ২০১৪ সকাল ০৮:৪২
মোস্তফা সোহলে লিখেছেন : ভালো লাগলো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File