শরতের বাংলা
লিখেছেন লিখেছেন মুহছিনা খাঁন ০৮ অক্টোবর, ২০১৪, ০৫:২৯:৩২ সকাল
তোমাকে ভুলতে যেয়ে
কাটয়েছি নির্ঘুম শত রাত
তোমাকে ভালবাসবো বলে
বিসর্জন দিয়েছি অনেক সাধ।
তোমায় জোছনা মাখাবো তাই
চুরি করেছি সব ক'টি চাঁদ।
তাঁরার আলোয় সাজিয়েছি যে ঘর
ঢেউয়ের আঘাতে ভেসে গেছে সব।
তবু আজো ভুলতে পারিনি তোমায়
ভালোবেসে মোরে ফিরিয়ে নিবে তাই।
(শরতের বাংলা আমার, তোমায় ভুলে থাকা বড় কঠিন।)
বিষয়: বিবিধ
৯১৯ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো লাগলো
চালিয়ে যান, সঙ্গেই আছি পাঠক হয়ে।
মন্তব্য করতে লগইন করুন