ফেলে আসা উঠোন
লিখেছেন লিখেছেন মুহছিনা খাঁন ৩০ সেপ্টেম্বর, ২০১৪, ০৯:২৬:০২ সকাল
যখন সারা পৃথিবী ঢলে পড়ে ঘুমের ঘোরে
মেঘের আড়ালে চাঁদ হারিয়ে ফেলে স্নীগ্ধতা।
আমি জেগে থাকি তোমার শয্যাপাশে।
ভাবতে থাকি কোথায় সেই ধুলোমাখা উঠোন
কেমন করে গ্রাস করে নিলো যন্ত্রের এ জীবন।
ফিরে যাওয়ার যে স্বপন দেখায় আমার মন
সুর্য্যদোয়ের সাথে সাথেই হারিয়ে যায় সে স্বপন।
আবার সেই চলা, সেই ব্যস্ততা, বেঁচে থাকার লড়াই
সারাদিনের ক্লান্তি নিয়ে ফিরে আসি সিমেন্টের বারান্দায়।
বিষয়: বিবিধ
১০২৫ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন