গোলাপি রংগের গোলাপ
লিখেছেন লিখেছেন মুহছিনা খাঁন ২৬ সেপ্টেম্বর, ২০১৪, ১২:০২:১৪ দুপুর
গোলাপের নিষ্ঠুর পাপড়ি ছুঁতে
ক্ষত বিক্ষত হয়েছে কত হাত।
তাই বলেতো একটুও কমেনি
গোলাপের প্রতি মায়াময় টান।
মুগ্ধ করা কাঁটায় ভরা সৌন্দর্য্যে
আর সৌরভে, ভালো বেসে
বিলিয়ে দিয়েছে কত শত রাত।
আজ ফুটন্ত গোলাপের সুগন্ধে
আর মাতাল হয়না কারো মন
বিক্ষত হয় শুধু ফেরারী মন।
তবুও ভালোবাসি ভালোবাসি
তোমার সাজানো সেই বাগান।
বিষয়: বিবিধ
১১২১ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এত্তদিন পর কেনু?
ক্ষত বিক্ষত হয়েছে কত হাত।
তাই বলেতো একটুও কমেনি
গোলাপের প্রতি মায়াময় টান।
আমিও সেই গোলাপ ফুল তুলতেই সদা ক্রিয়াশীল। চমৎকার কবিতা। ধন্যবাদ
আর মাতাল হয়না কারো মন
বিক্ষত হয় শুধু "ফেরারী মন" -
চুপি চুপি আজ মনের কথা হবে তাহার সনে
মন্তব্য করতে লগইন করুন