মায়ের সাথে কথা

লিখেছেন লিখেছেন মুহছিনা খাঁন ০৬ সেপ্টেম্বর, ২০১৪, ০৮:৫৪:৪৬ সকাল

মা এই ডিজিটাল যোগে সবার কাছে ফোনে কথা বলতে পারি যারা যারা যোগাযোগের জন্য নং দেয় ডায়াল করলেই চলে যায়। জানো মা আমার একটি samsung galaxy latest phone ও আছে যা দিয়ে সবার খোঁজ নেয়া যায় । কিন্তু তোমার সাথে কথা বলতে খোঁজ নিতে যখন আপ্রান চেষ্টা করি তখন কোনভাবেই হয়না। আমার কাছে তোমার এত এত পাওনা আর সীমাহীন অপরিশোধিত বিল রয়ে গেছে যে, সেই যে তোমার শেষ কথা শুনে লাইন কেটে গেলো আর সংযোগ হয়না।

এমন এক সময় সব সুযোগ সুবিধা অবসর সবই জীবনে এলো মা যখন তোমি আর পৃথিবীর কোথাও নেই।

আমি তোমার কোন পাওনাইতো আদায় করতে পারিনা । তোমার দুষ্ট আদরের ছোট্ব অভিমানী মেয়েটিকে ক্ষমা করে দিও। যে খেলা শেষ করে অথবা স্কুল থেকে এসে হাত দেখে যখন জানতো খেয়ে ফেলেছ তাকে রেখে, তখন অভিমানে সারাদিন উপোস থাকতো।

বিষয়: বিবিধ

১১০৬ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

262229
০৬ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:৪৫
কাহাফ লিখেছেন : মাকে ভালবেসে এই পৃথিবীতে যারা অমর হয়েছে তাদের মাঝে শামিল করে নাও খোদা আমাদেরকেও। অনেক ধন্যবাদ ......।
০৭ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:১৭
206356
মুহছিনা খাঁন লিখেছেন : জাযাকাল্লাহ।
262244
০৬ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:২৪
কাজি সাকিব লিখেছেন : মায়ের ত্যাগের মূল্য যাতে কিছু হলেও আদায় করতে পারি আল্লাহর কাছে সে ভিক্ষাই চাই !
০৭ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:১৭
206355
মুহছিনা খাঁন লিখেছেন : আমীন।
262280
০৬ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৫৫
নিউজ ওয়াচ লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০৭ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:১৬
206354
মুহছিনা খাঁন লিখেছেন : শুকরিয়া
263088
০৮ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৫৬
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আপুনি খুব আবেগদিয়ে লিখেছেন। নিশ্চয় অশ্রুঢেলেই সাজিয়েছেন লেখাটা। ২ বার পড়লাম।

দুষ্ট আদরের ছোট্ব অভিমানী মেয়েটির জন্য অনেক দুয়া যাতে আল্লাহ্ আমার অভিমানী আপুটাকে সুস্থ রাখেন, ইসলামের উপর অটল রাখেন , আর মা হারা কষ্টটাকে যেন ধৈর্য্য ধারন করে নিয়ন্ত্রন করতে পারেন।

আপনার মা এর উপর আল্লাহ সন্তুষ্ঠ হয়ে জান্নাতুল ফিরদাউসে জায়গা করে দেন। আমীন। Rose Rose
০৯ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:৪৬
206797
মুহছিনা খাঁন লিখেছেন : কান্নাটাইতো এখন সংগী হয়ে আছে একটু সুখেও আসে দু:খেও আসে। দোয়া করবেন
263102
০৯ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:৩৭
বৃত্তের বাইরে লিখেছেন : আপু মাকে নিয়ে আপনার শৈশবের আনন্দময় স্মৃতিগুলো নিয়ে একটা পোস্ট দেন। মন ভাল হয়ে যাবে। Happy

দোয়া রইল মায়ের জন্য Praying Good Luck আপনার জন্য শুভকামনা Good Luck Rose
০৯ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:৪৭
206798
মুহছিনা খাঁন লিখেছেন : মনের দোষ দিয়ে আর লাভ কি বলেন । আছে যখন দেহের ভিতর খারাপ হবে ভালো হবে ধন্যবাদ আপনাকে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File