মায়ের সাথে কথা
লিখেছেন লিখেছেন মুহছিনা খাঁন ০৬ সেপ্টেম্বর, ২০১৪, ০৮:৫৪:৪৬ সকাল
মা এই ডিজিটাল যোগে সবার কাছে ফোনে কথা বলতে পারি যারা যারা যোগাযোগের জন্য নং দেয় ডায়াল করলেই চলে যায়। জানো মা আমার একটি samsung galaxy latest phone ও আছে যা দিয়ে সবার খোঁজ নেয়া যায় । কিন্তু তোমার সাথে কথা বলতে খোঁজ নিতে যখন আপ্রান চেষ্টা করি তখন কোনভাবেই হয়না। আমার কাছে তোমার এত এত পাওনা আর সীমাহীন অপরিশোধিত বিল রয়ে গেছে যে, সেই যে তোমার শেষ কথা শুনে লাইন কেটে গেলো আর সংযোগ হয়না।
এমন এক সময় সব সুযোগ সুবিধা অবসর সবই জীবনে এলো মা যখন তোমি আর পৃথিবীর কোথাও নেই।
আমি তোমার কোন পাওনাইতো আদায় করতে পারিনা । তোমার দুষ্ট আদরের ছোট্ব অভিমানী মেয়েটিকে ক্ষমা করে দিও। যে খেলা শেষ করে অথবা স্কুল থেকে এসে হাত দেখে যখন জানতো খেয়ে ফেলেছ তাকে রেখে, তখন অভিমানে সারাদিন উপোস থাকতো।
বিষয়: বিবিধ
১১২৫ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দুষ্ট আদরের ছোট্ব অভিমানী মেয়েটির জন্য অনেক দুয়া যাতে আল্লাহ্ আমার অভিমানী আপুটাকে সুস্থ রাখেন, ইসলামের উপর অটল রাখেন , আর মা হারা কষ্টটাকে যেন ধৈর্য্য ধারন করে নিয়ন্ত্রন করতে পারেন।
আপনার মা এর উপর আল্লাহ সন্তুষ্ঠ হয়ে জান্নাতুল ফিরদাউসে জায়গা করে দেন। আমীন।
দোয়া রইল মায়ের জন্য
মন্তব্য করতে লগইন করুন