ছেলেমেয়ের ভবিষ্যৎ আর প্রশ্ন পত্র ফাঁস

লিখেছেন লিখেছেন মুহছিনা খাঁন ১১ এপ্রিল, ২০১৪, ০৯:২৬:১৩ সকাল

শিক্ষামন্ত্রী বার বারই হোচট খাচ্ছেন। এইচ এস সি এবং এস এস সি প্রশ্নপত্র ফাঁস রোধে। এত টাকা খরচ করে টিউশনীর ফি জোগাড় করে বিদ্যৎ ছাড়া প্রচন্ড গরমে যারা পরিক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের সাথে শিক্ষামন্ত্রীর এবং সরকারের এ কেমন আচরন।

মিথ্যে আশ্বাস প্রতিবারই সাংবাদিক সম্মেলনে দেশ বাসিকে দেয়া হয়। কিন্তু কতটুকু কার্যকর হয় তা দেশের এবং প্রবাসী বাংলাদেশীরা বুঝতে পারছেন।

আর পরিক্ষার হলে মেয়েদের মাথায় হাত বুলিয়ে খোঁজ খবর নেয়া এটা কোন নিয়মে পরে আমার জানা নেই। একজন এস এস সি পরিক্ষার্থী শুধু দশম শ্রেনীর পরিক্ষা দিচ্ছেনা সে তার দশ বছরের পড়া লিখার রিজাল্ট আনতে গেছে। সে হলে তাকে দেয়া হয়েছে মাত্র তিন ঘন্টা। উনার হলে প্রবেশ করা পরিক্ষার্থীদের মনোযোগ ভেংগে দেয় এবং যতক্ষন শিক্ষামন্ত্রী হলের ভিতর থাকেন ও কথা বলেন ওদের অনেক সময় নষ্ট হয়। নিয়ম অনুযায়ী সবার জন্য নির্ধারিত তিন ঘন্টা থেকে বেশি মিনিট বাড়িয়ে দেয়া হবেনা তাকে যার সাথে উনি কথা বলে সময় নষ্ট করছেন। সেটার দিকে মন্ত্রী সাহেবের খেয়াল রাখা উচিৎ।

এই রকম প্রশ্নপত্র ফাঁস হতে থাকলে শিক্ষা ক্ষেত্রে অনেক ক্ষতি হয়ে যাবে। ছেলেমেয়েরা ভালো করে লিখা পড়ার মনোযোগ হারিয়ে ফেলবে। তাই এমন একজন শিক্ষামন্ত্রী চাই যে প্রশ্নপত্র আরেকজনের দায়িত্বে দিয়ে নিস্চিন্তে ঘুমাবেনা । যাতে ফাঁস নাহয় সেদিকে তদারকি করবে এবং যারা এর সাথে জড়িত তাদেরকে শাস্তি দিয়ে জন গনের সামনে তাদের মুখোশ খুলে দিবে।

যে মন্ত্রী সামান্য প্রশ্নপত্র হেফাজতে রাখতে পারেননা। সেই মন্ত্রীর অধিনে শিক্ষার হার কত টুকু উন্নতি হবে তা আমার বোধগম্য নয়।

বিষয়: বিবিধ

১২৬৮ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

206045
১১ এপ্রিল ২০১৪ সকাল ১০:০৭
গেরিলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১৯ এপ্রিল ২০১৪ সকাল ১০:২৬
158414
মুহছিনা খাঁন লিখেছেন : ধন্যবাদ আপনাকে পড়ার জন্য
206061
১১ এপ্রিল ২০১৪ সকাল ১০:৪২
সিটিজি৪বিডি লিখেছেন : Bal komotai thakle result.vslo hoi..sobai pass kore..
১৯ এপ্রিল ২০১৪ সকাল ১০:২৭
158415
মুহছিনা খাঁন লিখেছেন : সত্যি বলছেন ধন্যবাদ
206070
১১ এপ্রিল ২০১৪ সকাল ১১:২২
এহসান সাবরী লিখেছেন : দেশটা ভাই মগের মুল্লুক হয়ে গেছে।দশ বারো বছর পড়ালেখায়
টাকা খরচ না করে প্রশ্নপত্র কেনার টাকা জমাইলেই বেটার।
১৯ এপ্রিল ২০১৪ সকাল ১০:২৭
158416
মুহছিনা খাঁন লিখেছেন : মগের মুল্লুক তো অনেক আগ থেকেই সবাই না বুঝার ভান করে বসে আছে।
206073
১১ এপ্রিল ২০১৪ সকাল ১১:৩০
মোমের মানুষ লিখেছেন : শিক্ষা ব্যবস্থাকে ধংস করতে এক নাহিদই যথেষ্ট
১৯ এপ্রিল ২০১৪ সকাল ১০:২৮
158417
মুহছিনা খাঁন লিখেছেন : নষ্ট করবে বলেই তো গদি থেকে নামতে চায়না।
206084
১১ এপ্রিল ২০১৪ দুপুর ১২:১৫
দ্য স্লেভ লিখেছেন : প্রেসের লোক,প্রভাবশালী সরকারী লোক মিলে একটা সিন্ডিকেট আছে। তারা এসব করে। ওরা সুযোগ পায় কারন ওদের মুরব্বীরাও এরকম
১৯ এপ্রিল ২০১৪ সকাল ১০:২৯
158418
মুহছিনা খাঁন লিখেছেন : আরে ভাই শিক্ষা নিয়ে সরকার ভাবছে নাকি। কাকে গুম করবে সেটা নিয়ে ব্যস্ত।
206110
১১ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:১০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : পরিক্ষাকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা আর দল কেন্দ্রিক চাকরির যুগে এটিই স্বাভাবিক। আমাদের শিক্ষা ব্যবস্থাই এই ধরনের দুর্নিতির জন্ম দিচ্ছে। আর সরকারের কথা না বলাই ভাল।
১৯ এপ্রিল ২০১৪ সকাল ১০:৩১
158419
মুহছিনা খাঁন লিখেছেন : সব জায়গায় দুর্নিতি চেয়ে গেছে। কোমলমতিদের মাথাতো সরকার নষ্ট করে দিচ্ছে ইতিহাস বিকৃতি করে।
213014
২৫ এপ্রিল ২০১৪ সকাল ১০:০৬
কেলিফোরনিয়া লিখেছেন : যে মন্ত্রী সামান্য প্রশ্নপত্র হেফাজতে রাখতে পারেননা। সেই মন্ত্রীর অধিনে শিক্ষার হার কত টুকু উন্নতি হবে তা আমার বোধগম্য নয়।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File