স্বাধিনতার ফুল

লিখেছেন লিখেছেন মুহছিনা খাঁন ২৬ মার্চ, ২০১৪, ০৮:৩৩:৫৯ সকাল

স্বাধিনতা তুমি আমার বাগানে

গভির রাতের হাস্নাহেনা ফুল

স্বাধিনতা তুমি হারিয়ে যাওয়া

সোনামনির নুপুরের সেই সুর.

স্বাধিনতা তুমি উঠোনের কুনে

সুবুজ বুকে লাল পলাশের দোল।

স্বাধিনতা তুমি শহীদ বাবার

শিশুর মুখে বাংলায় আদো বোল।

স্বাধিনতা তুমি হাজারো মায়ের

সন্তান হারানোর বেদনা আর কান্নার রোল

স্বাধিনতা তুমি আজ বিপন্ন হয়ে যাওয়া

এক রাক্ষুসি আর খুনীদের হাতের পুতুল।

ক্ষমা করে দিও আমায়

ধরে রাখতে পারিনি তোমায়।

বিষয়: বিবিধ

১১৩৮ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

198140
২৬ মার্চ ২০১৪ দুপুর ১২:০৫
শিশির ভেজা ভোর লিখেছেন : চমৎকার হয়েছে চালিয়ে যান। পড়ে ভালো লাগলো অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File