একেমন ভালোবাসা?

লিখেছেন লিখেছেন মুহছিনা খাঁন ১৪ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:২৪:১৩ সকাল



আজ ১৪ই ফেব্রোয়ারী সারা বিশ্ব পালন করছে ভালোবাসা দিবস । পাশ্চাত্যের নোংরা ভালোবাসা প্রবেশ করছে বাংলার পবিত্র বারান্দায়।

হে তরুন তরুনী ভালোবাসার জন্য কি তুমি একটি মা্ত্র দিনকেই বেঁচে নিলে। তোমার জন্মইতো হয়েছে ভালোবাসার মধ্যদিয়ে। তোমার মা বাবা অনেক ভালোবেসেই তোমাকে লালন পালন করছেন। তোমার বিয়ে হবে একজন ভালো মানুষের সাথে সে তোমাকে তার সব কিছু উজাড় করে ভালোবাসবে তুমি কি চাওনা তোমার পবিত্র ভালোবাসা তোমার কাংখীত সেই মানুষটির জন্য বিলিয়ে দিতে? এ কেমন ভালোবাসা তোমাদের? যেটার সুগন্ধ ছড়িয়ে দিচ্ছ স্যাতস্যাতে আনাচে কানাচে।

তোমরা কেমন মা বাবার সন্তান? যে সন্তান অনিশ্চিত জীবনের পথে পা বাড়িয়ে দিচ্ছে তার ভালোবাসার আদরের সন্তান আর পথ আগলে ধরছেনা বরং নিশ্চিন্তে হাসি মুখে এগিয়ে দিচ্ছে।

তোমরা অজান্তেই আগুনের পথে একটু একটু করে এগিয়ে যাচ্ছ।

নিজের অজান্তে ।আজ নিজের তৈরী চারপাশে আগুন লাগিয়ে ধুঁপ ছায়ার সাথী হয়েছো, নিজের পথ রুদ্ব করে অন্যের পথে হাটছো।

আফসুস পাশ্চাত্যের ভালো কিছু নিতে পারলেনা পছন্দ করলে শুধু ধবংশকারী নোংরা দিবসটিকে।

অথচ অনেক ভালো কিছু ছিলো ওদের কাছে যেমন নিয়মানুবর্তিতা, সহনশীলতা শ্রদ্ধা, অন্যের জন্য ভালো কিছু করা উচ্চশিক্ষা, ভালো কাজের জন্য নিজের শ্রম বিলিয়ে দেয়া।তার কোনটাইতো নেওনী নিলে শুধু আবরনে ঢাকা এই মিথ্যে ভালোবাসার পরিত্যাক্ত রেশটুকু। আর সেটা নিয়ে মিডিয়া আর মুসলমান তরুন তরুনীদের নোংরা নাচা নাচিতে ঘৃনায় চোখ ফিরাতে হচ্ছে বার বার।

অথচ আল্লাহ বলেন, ''কু আনফুছিকুম ওয়াআহলিকুম নারা''

তোমাদের সন্তান পরিবার পরিজনকে দোজখের আগুন থেকে রক্ষা করো যার ইন্ধন হবে মানুষ এবং পাথর।

একবার চিন্তা করে দেখো এই সব নোংরামী আর ভালোবাসার গড্ডালিকায় গা ভাসিয়ে দিলেই কি তোমরা সে ভয়ন্কর আগুন থেকে নিজেরা বাঁচতে পারবে? বা বাঁচাতে পারবে তোমাদের সন্তানদের।

আসুন আমরা প্রতিদিন প্রতি মুহুর্ত আজীবন আমাদের সংসার সন্তানদের নিয়ে ভালোবাসায় জান্নাতি পরিবেশে গড়ে তুলি। আর দেশ থেকে এই নোংরা ভালোবাসাকে বিদায় জানিয়ে প্রতিটি ক্ষেত্রে পবিত্র ভালোবাসা দিয়ে সাজিয়ে তুলি জীবনটাকে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আমীন

বিষয়: বিবিধ

১৪৪৫ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

176934
১৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৫৪
রাইয়ান লিখেছেন : আমীন । খুব ভালো লেগেছে ....
১৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৬:১৩
130301
মুহছিনা খাঁন লিখেছেন : জাযাকাল্লাহ
176938
১৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:০২
দ্য স্লেভ লিখেছেন : তোমাদের সন্তান পরিবার পরিজনকে দোজখের আগুন থেকে রক্ষা করো যার ইন্ধন হবে মানুষ এবং পাথর

দারুন বলেছেন,,,,আপনাকে বহুদিন দেখা যাচ্ছে না....
১৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৬:১৪
130302
মুহছিনা খাঁন লিখেছেন : সালাম নিবেন কোথায় থাকেন কোন সিটি মিশিগানে আসেন।
১৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:১৯
130361
দ্য স্লেভ লিখেছেন : কেন, মারবেন নাকি ??? Tongue
১৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৫:৪৮
130808
মুহছিনা খাঁন লিখেছেন : মারবো কেন? শুধু শাষন করবো?
১৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:২৮
130850
দ্য স্লেভ লিখেছেন : হাতে লাঠি নিয়ে শাসন করবেন ? তাইলে আমি দিলাম দৌড়....
177067
১৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৪৬
আবু জারীর লিখেছেন : পবিত্র ভালোবাসাকে ওরা নোংড়ামির বারান্দায় নিয়ে গেছে।

হে মুসলিম তরুণ তরুণী! ফিরে এস নোংড়ামির অন্ধ গলি থেকে ভালোবাসার পবিত্র বন্দরে।

তোমার জন্য হাতছানি দিচ্ছে নতুন দিনর উজ্জল সূর্য আর ভালোবাসার লাল গোলাপ।

যেখানে তোমার সুন্দর একটা পরিবার হবে, পূর্ণ ভালোবাসা নিয়ে তোমার জীবনকে আলোকিত করে তুলবে কোন এক বেহেস্তি সাথী।

তোমাদের ঘর উজলা করে স্বর্গ থেকে অবতীর্ণ হবে কোন নিষ্পাপ মানব সন্তান।
১৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৬:১৫
130303
মুহছিনা খাঁন লিখেছেন : আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। সুন্দর মন্তব্যের জন্য মোবারাকবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File