বসন্ত ফাগুন
লিখেছেন লিখেছেন মুহছিনা খাঁন ১৩ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:১৮:৩০ সকাল
তুমি এসেছিলে সেই ফাগুনের শেষ বিকালে
ধুলোয় পড়েছিলো লাল কৃষ্ণচুড়া এক বাগানে।
হাত বাড়িয়ে দিতে চেয়েছো তুলে সেই ফুল
নিতে চাইনি তাই ভেবেছো আমায় ভুল।
আজও এসেছে সেই ফাগুন, ফুটেছে কৃষ্ণচুড়া।
না নেয়ার আপরাধে কাঁদছি আমি একেলা।
কে জানে হয়তো আরেক ফাগুনে হয়ে যাবে দেখা
ফুল নাহোক চোখের জলে ভিজিয়ে দিও ধরনীর ধুলা।
ধুলা আর জল মিলে ফুটবে যখন আবার ফুল
আমি তুলে নিয়ে ভেংগে দেবো তোমার সে ভুল।
বিষয়: বিবিধ
৩২০৩ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কিন্তু বসন্ত আমার এলার্জি বাড়িয়ে দেয় তাই যত তারাতারি বিদায় হয় ততভালো
০ সবাই দিতে চায় । তাই শুধু নেবারই মানসিকতা গড়ে উঠেছে , দেবার নয় ।
বিস্তারিত পড়ুন ..........
Click this link
মন্তব্য করতে লগইন করুন