সায়েমের জন্মদিন

লিখেছেন লিখেছেন মুহছিনা খাঁন ৩১ ডিসেম্বর, ২০১৩, ১২:৪১:২৩ রাত

https://fbstatic-a.akamaihd.net/rsrc.php/v2/y4/r/-PAXP-deijE.gif

আজ আমার সায়েমের জন্মদিন। 8th grade -এ পড়ে গত মাসে কোরানে হাফিজ হয়েছে । আল্লাহ যেন তাকে দীর্ঘ্য নেক হায়াত দান করেন এবং আমৃত্যু পবিত্র কোরআন বুকে ধারন করে সারাটি জীবন পরিচালিত করতে পারে। মহান আল্লাহ যেনো দ্বীনের মোজাহিদ হিসাবে কবুল করেন। সবাই দুয়া করবেন এমন নেক সন্তান যেন হয় ওকে দেখলে সবার চোখ শীতল হয় এবং মোত্তাকীদের ইমাম হতে পারে। কাল হাশরের মাঠে তার নেক আমলের জন্য আল্লাহ আমাদের মর্যাদা আরও বাড়িয়ে দেন।প্রতিটি মুসলমানের সন্তানকে আল্লাহ কোরআনের কর্মি হিসাবে কবুল করুন আমীন।

বিষয়: বিবিধ

১১৯১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File