আমার বড়মামা ছোট মামা
লিখেছেন লিখেছেন মুহছিনা খাঁন ০৬ ডিসেম্বর, ২০১৩, ০৫:১০:৪৬ সকাল
আমার বড় মামা ও ছোট মামা এখন আলাদা পাশা পাশী দু'ঘরে থাকেন। দুজনেরই বারান্দায় গ্রীল দেয়া। মামাবাড়ি যাবো তাই সেঝ ভাই ফোন দিলেন , বড় মামার ফোনটা কাজ করেনাই তাই ছোটমামাকে বল্লেন মুহছিনাকে নিয়ে কাল আসছি বড় মামাকেও বলে দিও। এর মধে ফোন আসলো আমার মায়ের সবার ছোট আদরের চাচাতো ভাইর এই আদরের মামাকেও বলা হলো আমাকে নিয়ে যাচ্ছেন ।
পরের দিন সবাই যাবে আমার সাথে প্রতি ঘর থেকে একটা দুইটা ভাইপো ভাইঝি এবং বোনের মেয়েকেও নিলাম।
সেখানে গাড়ি থেকে নেমে উঠানে প্রবেশ করতেই ছোট মামা ডাকলেন উনার ঘরে উঠতে বড় মামা নামাজে ছিলেন আর আমি ছোট মামার ঘরে না উঠে বল্লাম এসো মামা বড় মামার ঘরে যাই আমি জানি আমার বড় মামা খুব আবেগপ্রবন কান্না করে ভাসিয়ে দিবেন যদি এদিক সেদিক হয়।
কি করবো বারান্দায় পা রেখেই একরকম জোর করে বড় মামাকে দেখে তার পর ছোট মামার ঘরে ঢুকলাম
অনেক আয়োজন আদরের প্রবাশি ভাগনীর জন্য অথচ একবেলা থাকা ছাড়া আমার আর উপায় ছিলোনা।
আমাদের বাড়ি থেকে ও অনেক দুর।
হঠাৎ আম্মার চাচাতো ভাইয়ের মেয়ে এসে হাজির ওর মা নাকি খাবার টেবিলে রেখে আমাদের জন্য অপেক্ষা করছেন কি করবো আমি ওকে বুঝিয়ে বল্লাম সবাইকেতো খুশি রাখতে হবে বাচ্চারা তোমরা ও বাড়ি্তে যাও আর আমরা বড়রা ছোট মামার ঘরে খাবো বড় মামাকে কানে কানে বল্লাম তোমার ঘরে চা খাবো এখানে না খেলে ছোট মামা আনেক কষ্ট পাবেন রাগ করবেন তোমিত বুঝ, কথায় কথায় আমার মা মানে তাদের বোনের কথা মনে করে খুব কাঁদেন আর বলেন তিনি দুনিয়াতে নেই তাই আমোরাও নাকি দুরে দুরে থাকি।
সন্ধার পর চলে আসলাম।
আমেরিকা আসার আগের দিন বড় মামা লম্বা টিফিন ক্যারি নিয়ে হাজির জিগ্যেস করলাম এই হরতালের মধ্যে তুমি কেন আসলে? বল্লেন পাশের বাড়ির সি এন জি ভাড়া করে এসেছেন দুই রাত ধরে ঘুমাতে পারছেননা বলে কেঁদে ফেললেন কারন জিগ্যেস করতেই আমাকে জড়িয়ে ধরে বললেন ওনার ঘরে আমি ভাত খাইনি তাই মনে শান্তি পাচ্ছেননা আমার মা থাকলে আমি আরো আদর পেতাম। মামা ভাগ্নির কান্না দেখে আমার দেবরের বউটাও কাঁদছে। বল্লেন এখন যদি তোমি না ও খাও তবুও আমি মনে করবো তোমাকে কিছু খাবার এনে দিয়েছি. আহারে আকুলতা মায়া মহব্বত এত নি:স্বার্থ ভালোভাসা পৃথিবীর অন্য কোথাও পাইনা কোন কিছুর বিনিময়েওনা। অথচ এই হাহাকার আর না পাওয়ার বেদনা নিয়ে কাটাতে হবে সারাটি জীবন। বড় বেশি মনে পড়ে এই ছোট ছোট আদরগুলি। মামারা তোমরা অনেক দিন বেচে থাকো আল্লাহ তোমাদের ভালো রাখুন আমীন
বিষয়: বিবিধ
২০৯৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন