ভাইয়ের জন্য কাঁদে মন। ভাইযে আমার অনেক প্রিয় বড় আপনজন।

লিখেছেন লিখেছেন মুহছিনা খাঁন ১৭ মে, ২০১৩, ০৯:০৯:১৪ সকাল

আমার সব বড় ভাই কঠিন রোগে আক্রান্ত । এখন আমার সেঝ ভাই ঢাকায় নিয়ে আছেন। আরো কিছু টেষ্ট বাকি তারপর বুঝা যাবে।

সবাই দোয়া করবেন আমার ভাইটির জন্য আল্লাহ যেন সুসংবাদ আমাদের দেয়। এমন ভারী বোঝা যেন আমাদের উপর না চাঁপান যা বহন করার সাধ্য আমাদের কারোরই নাই। মহান মাবু'ধের দরবারে ধরনা দেই আমার ভাই তাড়া তাড়ি যেন সুস্থ হয়ে আগের চাইতে আরো ভালো সুস্বাস্থ্য নিয়ে বাড়ি ফেরে আসেন।

এই যে লিখছি মনটা হুহু করে কাঁদে চোখের জল বাধা মানেনা। কিভাবেই বা মানবে। বাবার রেখে যাওয়া সেই দশ বছরের সবার চেয়ে ছোট মেয়েটি যে পড়ে আছি সুদুর আমেরিকায়।

এখন মাও নেই ভাইদের বোনদের সবার আদরের প্রিয় বোনটি এখন তাদের সুখের অংশীদার হয়না দুখের ও না।

আমার ভাইরা কখনো বুঝতে দেইনি আমাকে বাবা নেই। এত বেশী আদরে আদরে জীবন কেটেছে যে বাবার অভাব কখনো বুঝে উঠতে পারিনি।

সেই ভাইদের যখন কোন অসুবিধা বা বড় রকমের অসুস্থতার খবর পাই তখন আর স্থির থাকতে পারিনা।

দিশে হারা হয়ে যাই সমানে বুকফেটে কান্না আসতে থাকে আর আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকি আর বলি, হে আল্লাহ তুমিতো সেই আল্লাহ যে আইয়্যুব আ:কে ভয়ন্কর রোগ থেকে মুক্তি দিয়ে আবার সুস্থ সবল করে তুলেছো। আমিতো সেই তোমার কাছেই আমার ভাইয়ের সুস্থতার জন্য চাইছি। আমি জানি আমি গুনাহগার হলেও তুমি আমার ডাক শুনো। না হলে আমার এত প্রয়োজন কি ভাবে মিটিয়ে দাও আমি চাই বা না চাই।

এটা আমার বিশ্বাস আমার ভরসা তোমার উপর। তুমিই একমাত্র শিফা দান কারি। কারন আমরা অসুস্থ কিন্তু তুমিতো রহমান। এই বিউটিফুল দোয়াটি তোমার বড় পছন্দ।

আমার ভাইয়ের জন্য দোয়া চাই সবার কাছে। দয়া করে দোয়া করবেন। জাযাকাল্লাহ।

বিষয়: বিবিধ

১৮৬১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File