ফিলিস্তিনের সব মায়েদের অবশ্যই হত্যা করতে হবে ? ? ?
লিখেছেন লিখেছেন সবুজেরসিড়ি ১৭ জুলাই, ২০১৪, ০৮:১৫:০৭ রাত
ইসরাইলের একজন অত্যন্ত পরিচিত রাজনীতিবিদ ও সংসদ সদস্য। ইসরাইলি এই জঘণ্য নারী আইন প্রনেতার নাম আয়েলেত শেখড। ইসরাইলের উগ্র জাতীয়তাবাদী রাজনৈতিক দল ‘জিউস হোম পার্টি’-র একজন সদস্য তিনি। ফিলিস্তিনিরা সন্ত্রাসী। তাই গাজায় চলমান অপারেশনের সময় ইসরাইলের উচিত ফিলিস্তিনের সব মায়েদের হত্যা করা।
হ্যা, অবিশ্বাস্য হলেও সত্য যে এমনই নিষ্ঠুর ও মানবতার প্রতি চরম আঘাতমূলক মন্তব্যগুলো করেছেন
গাজায় যখন ছোট্ট ছোট্ট নিস্পাপ শিশুদের পর্যন্ত নির্মমভাবে হত্যা করছে যায়নবাদী ইসরাইলী সন্ত্রাসীরা, তখন ফিলিস্তিনের মায়েদের জবাই করার আহবান জানিয়ে ইসরাইলি ওই নারী সংসদ সদস্য বলেন, এসব মা এক একটি ছোট্ট সাপের (little snakes) জন্ম দিচ্ছে।
ফিলিস্তিনি মায়েদের অবশ্যই মরতে হবে এবং তাদের বাড়ি-ঘর ধ্বংস করতে হবে যাতে আর কোন সন্ত্রাসীর জন্ম দিতে তারা না পারেন”-এমন মন্তব্য করে ইসরাইলি সংসদ সদস্য আরও বলেন, “তারা আমাদের শত্রু এবং আমাদের হাতেই তাদের রক্ত ঝড়া উচিত। আর এ কথা ওইসব সন্ত্রাসীদের মায়েদের বেলায়ও প্রযোজ্য।”
ফেসবুক স্ট্যাটাসে ইসরাইলী সংসদ সদস্য ও রাজনীতিবিদ আরও বলেন: “প্রত্যেক (ফিলিস্তিনি) সন্ত্রাসীর পক্ষে ডজন ডজন পুরুষ ও নারী অবস্থান নেয়। আর এসব পুরুষ ও নারীর সহযোগিতা ছাড়া ওই সন্ত্রাসীরা তাদের কার্যক্রম চালাতে পারতো না। ফিলিস্তিনিরা সবাই আমাদের শত্রু। তাদের মাথায় তাদেরই রক্ত ঢেলে দিতে হবে। আমাদের হাতে নিহত ফিলিস্তিনিদের মায়েদের বেলায়ও এ কথা প্রযোজ্য”।
ইসরাইলিদের হাতে নিহতরা জাহান্নামে যাচ্ছে এমন মন্তব্য করে ওই সংসদ সদস্য আরও বলেন, “ফিলিস্তিনের ওইসব মায়েরা তাদের সন্তানদের চুম্বন দিয়ে ও ফুলের তোড়া হাতে দিয়ে জাহান্নামের দিকে আহবান জানাচ্ছে। তাই তাদের সন্তানদের যেভাবে হত্যা করা হয়েছে, ওই মায়েদেরও সেপথেই পাঠাতে হবে। আর এটাই হবে সবচেয়ে বড় ন্যায়বিচার”।
ইসরাইলি ওই সংসদ সদস্য বলেন, “ফিলিস্তিনের ওইসব মায়েদের তাদের বাড়িঘরসহ সমূলে ধ্বংস হওয়া উচিত। কারণ ওইসব বাড়ি-ঘরেই তারা তাদের সাপগুলোকে (সন্তানদের) পেলেপুষে বড় করছে। এখনই এসব মায়েদের হত্যা না করলে বিষধর সাপের (ফিলিস্তিনি শিশু) সংখ্যা বাড়তেই থাকবে”।
এই মহিলাকে কি বলবেন আর কি বলা উচিত . . .
বিষয়: বিবিধ
১৩৮৬ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
প্রতিটি মুসলিম দেশ ঐক্য না হলে ইহুদিরা নিরবংশ হবে না।
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 9368
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
কিন্তু ইসরাইল বলে আপনি আপনার মন্তব্যকে খুবই ছোট করলেন আরকি!
নবী মোহাম্মদও ইহুদী কতল করার আবদার করেছেন। তো ইহুদীরা কি ভোদাই নাকি যে মোহাম্মদ পূজারীদের ছেড়ে দিবে? দেখেন্না, গাজাতে মুমিনরা উহঃ, আঃ করার সুযোগও পায় না।
মন্তব্য করতে লগইন করুন