ইতিহাস সাক্ষী থাকুক...

লিখেছেন লিখেছেন FM97 ২৯ অক্টোবর, ২০১৪, ১২:০৬:৩৬ দুপুর

কেউ আমার মাথায় পানি ঢাল- হা হা হা দেড় বছরে কেউ কাউরে চিনে ক্যামনে!







যাই হোক, ইতিহাস সাক্ষী থাকুক। সত্য ইতিহাস জানুন। উপরে কিছু পেপার কাটিং দেয়া হলো- যা নিজামী সাহেবকে নির্দোষ প্রমাণ করে-

আশা করবো- এ দেশের হলদেটে মিডিয়া আর সাংবাদিকদের সংবাদে কেউ বিভ্রান্ত হবে না। "হে ঈমানদার লোকেরা! কোনো ফাসেক যদি তোমাদেরকে কোনো সংবাদ পৌছায় তবে তা পরীক্ষা-নিরীক্ষা করে দেখো, এমন যেনো না হয় যে , না জেনে শুনেই তোমরা কোনো দল বা গোষ্ঠীর লোকদের ক্ষতি করে বসবে এবং পরে নিজেদের কৃত কর্মের জন্য লজ্জিত হবে" ।

(সূরা হুজুরাত, আয়াত-৬)

বিষয়: বিবিধ

১২৬৫ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

279240
২৯ অক্টোবর ২০১৪ দুপুর ১২:১৪
সুশীল লিখেছেন : Thinking Thinking Thinking Applause Applause
২৯ অক্টোবর ২০১৪ দুপুর ১২:২৪
222990
FM97 লিখেছেন : যাক, রেডিমেড কমেন্ট থেকে ইকটু বাইরে বেরিয়ে আসলেন...
279247
২৯ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৫৩
মামুন লিখেছেন : আপনার লিখাটি পড়লাম। শুভকামনা রইলো। Good Luck Good Luck
279249
২৯ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৫৪
ডাহুকী লিখেছেন : যারা বলেছিল লীগ এবং জামায়াত আতাত করেছে তাদের মুখে থু থু পড়েছে।
279387
২৯ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৩২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আওয়ামি ট্রাইবুনাল এ জন্মের আগেও দেখতে পারে মানুষ!
০৭ নভেম্বর ২০১৪ সকাল ০৯:৩২
225496
FM97 লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
279403
২৯ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:২০
পরবাসী লিখেছেন : মানলাম নিজামী সাহেব ৭১ সালে খুন ধর্ষন কিছু করেন নাই, কিনতু একটা প্রমান কি দেখাতে পারবেন যে উনারা এত মানুষের (সে ৩০ লাখ হোক আর ৩ লাখই হোক) প্রানহানীর উনারা একটা প্রতিবাদ করেছেন,

ইসলামর আসল শিক্ষাই হোল "সত কাজের আদেশ ও অসত কাজের নিষেধ"

সেটাই না করলে আর কিসের ইসলামি আনদোলনের বুলি কপচানো।
০৭ নভেম্বর ২০১৪ সকাল ০৯:৩৯
225497
FM97 লিখেছেন : অন্যের কথা বলার আগে, আমি নিজের কথাই বলি- অন্যায় তো আজও হচ্ছে- রাস্তায় কয়জন? সুতরাং, মুসলমান কি আদৌ তার দায়িত্ব পালন করছে? আর দেশের অবস্থা- জাতি বিভক্ত,সত্য সবাই জানে না। যাতে তারা না জানে সেই জন্য মিডিয়া তৎপর। বের হলেও কয় জন? গুলি মেরে শেষ। বাস্তবতা জানার পরও বলবো- আমি কি রাস্তায় প্রতিবাদ করছি, নাকি অনলাইন পর্যন্ত?
এবার আসি- '৭১ প্রসঙ্গে। আমার জানা মতে, গোলাম আযাম উনার ক্ষমতা বলে (যদিও উনি কোনো উচু পোষ্টে ছিলেন না, অনেকটা ইসলামি সম্মানিত ব্যক্তিত্ব) পাকিস্তানিদের এসব করা থেকে বিরত থাকতে ও সে সময় বিভিন্ন জনকে রক্ষা করেছেন অত্যাচার থেকে, যার জীবন্ত সাক্ষী শাহরিয়ার কবির- যিনি এসব নিয়ে এখন কিছুই বললেন না। রইলো নিযামীর কথা, তখন তো উনার কোনো নাম-গন্ধই নাই। ধরে নেই আমরা এখন যেমন মামুলি ইনসান।
আশাকরি- উত্তরটা পেয়েছেন।
০৯ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:১৮
226009
পরবাসী লিখেছেন : না উত্তর পাই নাই।

উনারা ছিলেন তথাকথিত ইসলামী আন্দোলন (ক্ষমতারোহন)কারী রাজনৈতিক নেতা আমাদের মত আম আদমী না,তো তাদের প্রতিবাদও জাতীয় পর্যায়ে হওয়া উচিত।

স্বাধীনতার বিপক্ষে উনার বিবৃতি/মুক্তিযোদ্ধাদের দুস্কৃতকারী এইসব তো প্রায়ই বলতেন যার প্রমান সংগ্রামের পাতায় পাতা.

কোন ভাল মুসলিম এতবড় অন্যায় হত্যাকান্ডের সমর্থনকারী হতে পারে না এটাই বিশ্বাস করি।
১১ নভেম্বর ২০১৪ সকাল ১১:৩৪
226447
FM97 লিখেছেন : উনারা তখন ক্ষমতায় ছিলেন না, সেটাই তো বলেছি। আর উনারা কি কখনো বলেছেন- আমার দেশের মানুষদের পাকিস্তানি সেনারা মেরেছে ভালো করেছে? উনারা যখন হামলা করেন নি- তাহলে কিসের ক্ষমা চাইবেন? আগে আমিও মনে করতাম- উনারা ক্ষমা চাইলেই তো পারে। তবে ওদের যুক্তিও ফেলে দেয়া যায় না, উনারা যখন দেখছেন মুজিব নিজেই স্বাধীনতা চান না, আর ভারত আছে সুযোগের সন্ধানে তখন উনারা সমর্থন করেন নি।
আর এখন তো ইতিহাস পরে জানতে পারছি- পাকিস্তানিদের অ্যাকশানের আগে ৭ মার্চের পরই আমাদের দেশের মানুষেরাই অবাংগালিদের ওপর হামলা, লুটপাট, গণহত্যা করেছে। সেটার কি বলবেন?
আসলে এটাও দেখি সেই অবাংগালিদের হত্যার কথা আওয়ামী ইতিহাসের পাতা থেকে উঠিয়ে দেয়া হয়েছে। একতরফাভাবে শুধু সেনা কর্তৃক বাঙ্গালিদের হত্যার ক্যাসেট বাজানো হচ্ছে।
১১ নভেম্বর ২০১৪ সকাল ১১:৩৮
226448
FM97 লিখেছেন : আরেকটু বলবো-
১/ ইন্ডিয়া উইন্স ফ্রিডম- ভারত যখন ভাগ হলো- আবুল কালাম আযাদ
২/ ১৯৭১- ভিতরে বাইরেঃ এ কে খন্দকার
৩/ ডেড রেকনিং- শর্মিলা বোস
৪/ অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা- মেজর জালিল
৫/ একাত্তুরের স্মৃতি- সৈয়দ সাজ্জাদ হোসেইন

এই বই কয়েকটা পড়ে দেখতে পারেন। এখানে কোনো একপক্ষীয় বই নেই, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি সম্পন্ন বই দিলাম।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File