প্রেমকাব্য-
লিখেছেন লিখেছেন সায়াহ্নের কাব্য ২৯ অক্টোবর, ২০১৪, ১২:১৩:১০ দুপুর
আজিকে চিত্ত
অযথা মত্ত,
উঠেছে নৃত্য
ভাবনা সীমায়।
অলেখা সূত্রে
উদাস নেত্রে
কেবলি হাতড়ে
ফিরছে তোমায়।
ব্যাকুলা ছন্দে
চাপিছে স্কন্ধে,
স্নায়ুর রন্ধ্রে
ঘোর পা নামায়,
নিজ অজান্তে
জীবন প্রান্তে
মন একান্তে
স্বপ্ন জমায়।
ক্রমশ বন্য
তোমার জন্য
না পথ অন্য
এ নেশা থামায়,
তবে কি বলব
প্রেমের গল্প
অল্প অল্প
গ্রাসছে আমায়??
বিষয়: বিবিধ
৯৬৬ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
একরাশ ভালো লাগা রেখে গেলাম কবি!!
মন্তব্য করতে লগইন করুন