আমরা প্রতিবন্ধী নই-- সারাজীবন সিজদায় পড়ে শুধু এটার কৃতজ্ঞতা প্রকাশ করা যাবে না
লিখেছেন লিখেছেন প্রিয় লেখকদের লেখা ২৯ অক্টোবর, ২০১৪, ০১:১৬:৪৩ দুপুর
যাদের সন্তান আছে তাদের সন্তানদের নিয়ে অভিযোগের অন্ত নেই। দুষ্টামি করে, কথা শোনে না... ইত্যাদি ইত্যাদি। যাদের সন্তান অস্বাভাবিক তারা হয়ত ভাবেন এই প্রতিবন্ধী শিশুর চেয়ে শিশু না থাকাই ভালো ছিল। যাদের সন্তান নেই তারা হয়ত ভাবে যত দুষ্টই হোক একটা যদি বাচ্চা আল্লাহ আমাদের দিতেন। আল্লাহ কাউকে সন্তান দেন কাউকে দেন না। কেন? আমরা জানি না, তিনি জানেন।
সন্তান না হওয়া একরকম কষ্ট। সন্তান হওয়ার পরে মরে যাওয়া অন্যরকম কষ্ট।ফাতিমা রাদিয়াল্লাহু তা'আলা আনহা ছাড়া রসুলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লামের সব সন্তানেরা তার জীবিত অবস্থাতেই মারা গিয়েছিলেন। তার মেয়েরা বড় হয়েছিল, ছেলেরা শৈশব পেরোয়নি।
গতকাল এক ভাইয়ের বাচ্চা মারা যাওয়ার খবর পেলাম। জন্ম থেকেই অস্বাভাবিক ছিল শিশুটা। ডাক্তাররা ইশারায় নিষেধ করেছিলেন। অনেক টাকা খরচ হবে, বাঁচবে না। বাঁচলেও প্রতিবন্ধী। বাবার বুক কী মানে? তিনি শেষ দিন পর্যন্ত চেষ্টা করে গেছেন। তবু আকিকা দিতে পারলেন না বাচ্চাটার।
আল্লাহ যেন শিশুটির বাবা ও মাকে ধৈর্য ধরার তাওফিক দেন। এমন ধৈর্য যা তাদের জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ যেন আমাদের কৃতজ্ঞ হওয়ার তাওফিক দেন। আমরা প্রতিবন্ধী নই-- সারাজীবন সিজদায় পড়ে শুধু এটার কৃতজ্ঞতা প্রকাশ করা যাবে না।
courtesy : Sharif Abu Hayat Opu
Source link: http://dampotto.blogspot.com.au/2014/10/blog-post.html
বিষয়: বিবিধ
১২৮২ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সুন্দর কিছু কথা নান্দনিকতায় উপস্হাপন করলেন! অনেক ধন্যবাদ আপনাকে.....।
যথাযথ শুকরিয়া আদায়ের তৌফিক যেন আল্লাহ দেন আমাদের কে ..
ভালো লেখা শেয়ার করায় আবারো ধন্যবাদ...
যথার্থ বলেছেন লেখক, হেডিংটা বেশ ভালো লেগেছে।
শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন