১৭ বছরের মেয়েটি আদৌ কি বিশ্বশান্তি কোথায়, সেই বিষয়টি বুঝতে পেরেছে?

লিখেছেন লিখেছেন FM97 ১৩ অক্টোবর, ২০১৪, ০৪:৩৭:৫৬ বিকাল

আধুনিক যুগে শিক্ষার প্রয়োজনীয়তা পিতা-মাতারা তাদের ছেলে-মেয়ে উভয়ের জন্য বুঝতে পারছে। তবে হ্যা, সোয়াতের Mingora নামক জায়গায় যেখানে মালালা নারী শিক্ষার আওয়াজ তুলেছে, সাহসিকতা পরিচয় দিয়েছে- তেমন একটা পদক্ষেপের প্রয়োজন ছিলো। তবে সেই সাথে সমাজ ও বিশ্বব্যপি নারী জীবনে শান্তি আসবে তখনই যখন শিক্ষার পাশাপাশি নারীদের নিরাপত্তার ব্যবস্থা করা হবে। অথচ পুরো বিশ্বেই নারীরা শিক্ষিত কিংবা অশিক্ষিত হোক অনিরাপত্তায় ভুগছে । বিরূপ দৃষ্টিভঙ্গি, কুসংস্কার, অনৈতিকতার কারণে এই অবস্থার সৃষ্টি হলেও মালালা এ ব্যাপারে বলে নি। (ভুল বুঝবেন না- আমি নারী শিক্ষার পক্ষে আর তালেবান মালালার প্রাণ নাশের জন্য যা করেছে তার বিরুদ্ধে )।

এবার নারীশিক্ষার বিষয়টি পাশে রেখে সারা বিশ্বে তাকাই তাহলে দেখবো যুদ্ধ-বিগ্রহ, জেল-জুলুম, রক্তের খেলা। যেটা বাংলাদেশ, পাকিস্তানসহ বিশেষ করে মুসলিম দেশে বিদ্যমান। আমরা যদি জীবনের নিশ্চয়তা না পাই তাহলে শিক্ষার প্রয়োজনীয়তা বুঝবো না। মালালা বলেনি- যুদ্ধ বন্ধের কথা, একটা শব্দ উচ্চারণ করেনি যুক্তরাষ্ট্রের বিদেশ নীতি নিয়ে কিংবা মুসলিম বিশ্বের স্বৈরাচারীদের বিরুদ্ধে। কি হচ্ছে সিরিয়া, ইরাক, লিবিয়া, মিশর জুড়ে। কোথাও দেশী ষড়যন্ত্র, কোথাও বা বিদেশী অনুপ্রবেশ। জানি এসব নিয়ে যদি সে বলতো, তবে নোবেল প্রাইজ তো দূর, প্রাণেই মেরে ফেলতো। সে তালেবানের বিরুদ্ধে বলেছে বলেই কি যুক্তরাজ্যে উন্নত চিকিৎসার অতঃপর, সেখানকার বিদ্যালয়ে পড়াশুনার ব্যবস্থা হয়েছে?

হতে পারে আমি উপরে যা কিছু বলেছি তা অহেতুক, কারণ ১৭ বছরের মেয়েটি আদৌ কি বিশ্বশান্তি কোথায়, সেই বিষয়টি বুঝতে পেরেছে? তাহলে কি বলবো- নারী শিক্ষার জন্য তাকে ভিন্ন কোনো পুরুষ্কার দেয়া উচিত ছিলো, নোবেল নয়? নাকি নোবেল পুরুষ্কারের মূল্যায়ন আর আগের মতো নেই?

অনেক সময় আমরা অনেক কিছু জেনে বুঝেও একটা প্ল্যাটফর্ম না থাকার কারণে আমাদের আওয়াজ কর্তৃপক্ষের টনক নাড়ে না। সেই হিসাবে বলবো- মালালা একটা প্ল্যাটফর্ম পেয়েছে, তাই আমি কামনা করি- এটার যেনো সঠিক ব্যবহার সে করে। বিশ্ব-শান্তির প্রকৃত বার্তা তার মুখ থেকে যেনো বের হয়।

বিষয়: বিবিধ

১০৮১ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

273941
১৩ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:৪৭
ইবনে আহমাদ লিখেছেন : কাজের জন্য তৈরী করা হয়েছে। আগামীতে তাকে কাজে রাগানো হবে। অপেক্ষা করুন।
273942
১৩ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:৪৭
ইবনে আহমাদ লিখেছেন : কাজের জন্য তৈরী করা হয়েছে। আগামীতে তাকে কাজে রাগানো হবে। অপেক্ষা করুন।
১৩ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:১৫
217915
নোমান২৯ লিখেছেন : সহমত|Tongue Tongue Tongue
১৩ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:১৫
217916
নোমান২৯ লিখেছেন : সহমত|Tongue Tongue Tongue
273945
১৩ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:১৭
মুহাম্মাদ মিজান লিখেছেন : সুদুর প্রসারী প্লান নিয়ে ওকে নেবেল প্রাইজ দেওয়া হয়েছে।তবে সোশ্যাল মিডিয়ার এই যুগে সবাই আসল কারণ বুঝতে সক্ষম হয়েছে।
273964
১৩ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:১৪
নোমান২৯ লিখেছেন : উনি পাকিস্তানের পিএম হবেন খুব শীঘ্রই|ধন্যবাদ আপনাকে| Rose Rose Rose Rose
২২ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:৪৩
221075
FM97 লিখেছেন : সম্প্রতি পাকিস্তানের এক নারী মানবাধিকার নেত্রী তাকে, বাম রাজনীতিতে যোগ দেয়ার মতামত দিলেন, বুঝেন এইবার Tongue
274014
১৩ অক্টোবর ২০১৪ রাত ১০:২৫
তিতুমীর লিখেছেন : মালালা বিশ্ব শান্তিতে কতটুকু অবদান রেখেছে, যার জন্য তাকে এই পুরষ্কার দেওয়া হলো?
২২ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:৪৪
221076
FM97 লিখেছেন : নোবেল পুরুষ্কার এখন শুধুমাত্র একটা প্ল্যাটফর্ম!
274028
১৩ অক্টোবর ২০১৪ রাত ১১:২৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সপ্ন দেথলেই নোবেল পাওয়া যায়!!

১৭ বছরেই বিশ্বের সবচেয়ে ক্ষতিকর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করল সে।
274085
১৪ অক্টোবর ২০১৪ রাত ০১:৪০
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

সে তো নিজেই চরম অশান্তিতে আছে-
আত্মহ্ত্যা না করলেই হয়...
সম্ভবতঃ এজন্যই তাকে নোবেল দেয়া হলো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File