এমন ছবি দেয়ার মানে???
লিখেছেন লিখেছেন FM97 ২৬ নভেম্বর, ২০১৩, ১০:৩৮:০৬ রাত
সাপ্তাহিক ট্যাবলয়েড "নকশা'য় "ওয়েডিং বাংলাদেশ" এর বিজ্ঞাপনে এই ছবিটি দেখলাম। যদিও আমি জানি না, বিয়ের আনন্দঘন মুহূর্ত বুঝাতে এমন ছবি তুলে তা প্রচার করার উদ্দেশ্য কি? অনেকে বলতে পারেন- "এটা নিয়ে এত সিরিয়াসলি ভাবার দরকার নেই। তবে... আমার মনে হচ্ছে আছে...। কারণ, বিয়েতে হাসি- ঠাট্টা করে হলেও রক্ষণশীল পরিবারের কোনো ভদ্র মেয়েই তার স্বামীর গলা টিপে ধরে পোজ নিবে না। তাছাড়া, এই ছবির মাধ্যমে ছেলেকে হাবা-গোবা, অসহায় হিসাবে প্রকাশ করে স্ত্রী হিসাবে খোদ নারীর ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে।
বিষয়: বিবিধ
১০৮৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন