স্বাধীনতাআজ কোথায়? কোথায় গণতন্ত্র?
লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ২৬ নভেম্বর, ২০১৩, ১০:৩৫:৩১ রাত
দেশের নাগরিক হিসেবে দেশের ভাল মন্দ নিয়ে কথা বলার অধিকার আমারও আছে। কিন্তু সে অধিকার সব সময় সব জায়গায় ভোগ করতে পারছি না।ইসলামের পক্ষে কথা বলা আর আওয়ামী দেশ বিরোধী কার্যকলাপের প্রতিবাদ করতে গেলেইআ ওয়ামী কুকুর রা কামড়াতে আসে।তাদের হুমকী ধামকীতে পরিবারের সবই তটস্থ হয়। নিজেও খানিকটা অস্থির হই।
অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যে দেশে জীবন বিপন্ন হয় সে দেশেআর যাই থাক স্বাধীনতা থাকে না। গণতন্ত্রও তো সুন্দরআর সত্যকে রক্ষা করার জন্যই। যে গণতন্ত্র কেবল পাশবিকতাকে রক্ষা করে, মানবতাকে হত্যা করে সেটা গণতন্ত্রই নয়। সেটা তোআসলে পশু তন্ত্র।এই পশু তন্ত্রই চলছেএখন বাকশালী বাংলাদেশে।এখানে ক্ষমতাসীনদের হাত সত্যকে হত্যা করতেই উদ্দত।
বিষয়: রাজনীতি
১০১৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন