Awami policy টা এবার বুঝলেন তো?

লিখেছেন লিখেছেন FM97 ০১ মে, ২০১৩, ১০:০৮:৪৩ সকাল



দৃশ্যত মনে হচ্ছে, রাজনীতির দাবা খেলায় এবার আওয়ামী লীগ এমনই একটি গুটি চেলেছে যাতে পরপর বিএনপি ও হেফাজত দুটোকেই চেক দেয়া যায়।

কিভাবে? শুরু থেকেই আমরা লক্ষ্য করেছি, সাভারের উদ্ধার কাজে সরকারের ঢিলাঢালা মনোভাব। বিদেশী সাহায্য- হোক সেটা লোকবল কিংবা হাতিয়ার দিয়ে- সরকার সেটা নেয় নি। এদিকে সবশেষ ৫টি লাশ উদ্ধার শেষে (হিসাব মতে, এখনও অনেক লাশ গুম রয়েছে) গতকাল উদ্ধার কর্মীরা বলেছেন- সম্পূর্ণ কাজ সমাপ্তে ১৫ দিনের মত লাগতে পারে। তথা হিসাব মতে,১৪ মে। যদিও প্রশ্ন উঠে- ধ্বংসস্তূপ পরিষ্কার করতে কি এত দিন লেগে যায়? বিদেশী সাহায্য নিলে কি কাজটি দ্রুত হতো না? এখানে অহংবোধ দেখানোর কি দরকারটা ছিলো? নাকি সরকার ইচ্ছা করেই এমনটি করেছে? এর পিছনে স্বার্থ?

সরকারের স্বার্থটা খুব পরিষ্কারই বুঝা যাচ্ছে। দেখুন, সাভারের ঘটে যাওয়া ট্রাজেডি ও আহতদের সুচিকিৎসার কথা বিবেচনা করে আওয়ামী লীগ, বিএনপিকে ২মে’র হরতাল প্রত্যাহার করতে বলে। বিএনপি, বিষয়টি বিবেচনা করে মানবিক কারণে হরতাল প্রত্যাহার করে (এ জায়গায় আওয়ামী লীগ থাকলে করতো কিনা সন্দেহ আছে)। একই সাথে বিএনপি সরকারকে উদ্দেশ্য করে বলে-‘আমরা যেমন আন্তরিকতা দেখিয়েছি, আশা করি সরকার আমাদের প্রতিও আন্তরিক হবে (যদিও বিএনপি অনেক আগে থেকেই তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে যৌক্তিক দাবি জানিয়ে আসছে, যা আজও আওয়ামী লীগ মেনে নেয় নি)। যাক, মানবতার আশ্রয় নিয়ে বিএনপি’র কর্মসূচিকে তো চেক দেয়া গেলো। এবার দেখুন, আসছে ৫ই মে, হেফাজতের ঢাকা অবরোধ। তাহলে এবারও কি আওয়ামী লীগ (যারা ইচ্ছা করে সাভার পরিস্থিতিকে জিইয়ে রেখেছে) একই সুরে মানবতার জিগির তুলে তথা ইমোশনাল ব্ল্যাক-মেইল করে হেফজতকেও তাদের কর্মসূচি বিলম্ব করতে বলবে?

এসব কিছু কি পরিকল্পিত মনে হয় না?

বিষয়: বিবিধ

১৪৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File