কি হবে আমার ?
লিখেছেন লিখেছেন ডিয়ার ভাই ০১ মে, ২০১৩, ০৯:৪৬:৩৪ সকাল
জীবন টা যে সেই থেকে কোথায় এসে পৌছছে বলতে পারি না,সেই তৃতীয় শ্রেনীতে নতুন পদরপন,ষষ্ঠ দিনের পিটিতে নতুন ভর্তি হত্তয়া একটি মেয়ে দেখে যেন আআর চোখ ফেরাতে পারসিলামনা,তার পর পিটি শেষ হয়ে গেল,আজকে কেন জানি মনে হলো খুব তাড়াতাড়ি পিটি শেষ হয়ে গেল,পিটি শেষ হত্তয়ার পর মন টা খারাপ হয়ে গেল,মনে হইছিল যদি আরো কিছুখন দেখতে পারতাম,ক্লাসে এসে বসে আছি মন খারাপ করে,কিছুখন পর দেখি তার পদরপদ পদ আমাদের ক্লাসে মন টা আবার আনন্দে ভরে উঠলো,কিছু খন পর স্যার আসলো আমি তার দিকেই তাকিয়ে আছি,কেন এমন হইতেছে আমি কিছুই বুঝতে পরতেছিলাম না,বুঝবো কিভাবে পড়িতো সবে তৃতীয় শ্রেনীতে,তার পর এমন ভাবে চলে গেল অনেক দিন সুধু কথা হয়,বলা হয়নি ভালো লাগার কথাটি এই ভবে প্রাথমিক সমাপনী,তখনো বুঝতে পারিনী এখন কিছু করা দরকার,চলে গেল পরীক্ষা সামনে বৃওি পরীক্ষা প্রস্তুতি বেশী ভালো না কারন,ওকে দেখবো না কি পড়বো আমিতো কখনো ওকে দেখা মিস করতে চাইনাই,কাল পরীক্ষা আগের দিন চলে যাবো,আমরা ৫ জন স্যার যাবে একজন আমরা অপেক্ষা করতেছি ওর জন্য ও আসতেছে না,তার পর আসলো ১০ মিনিট পরে,সাথে ওর মা কাহিী কি,পরে শুনলাম ওর মা ও নাকি যাবে,ও আর আরেক জন এক রিকশায় উঠলো,আমি আর আমার বন্ধু উঠলাম এক রিকশায় আর ওর মা আর আামার এক ক্লাস মেট উঠলো আরেক রিকশায়,অন্যরা অন্যান্য রিকশায়,শুরু হলো পথ চলা আমি বার বার চাইতেছি ওর দিকে,হটাৎ ও আমার দিকে চেয়ে হেসে দিল,ওর মা তা দেখে পললো পরে ওর মা স্যারকে বলে আমাকে উঠালো ওর মায়ের রিকশায়,তারপর আর তাকাতে পারিনী ওর দিকে,তারপর ওকানে থেকে পরীক্ষা দেয়া,শেষ দিন পরীক্ষা শেষ ২ টায় তারপর বাড়ি চলে আসবো আমরা এক সিএজি ত ওরা এক সিএজি তে,তার পর ওরা নেমে পরলো মাঝ রাস্তায়,যাওয়ার বলে গেল ভালো থাকিস তার পর বাড়ি পেরা,ও ভর্তি হলো এক স্কুলে আমি আরেক স্কুলে,তার পর থেকে আজ পযন্ত কোন দিনই ভালো জায়নি এখন বুঝতে তখন আমি তাকে ভালো বেসে চিলাম,তার পর এই ৫ বছর তার সাথে আমার সাথে ওর দেখা হইছে ২ বার কিন্তু কিছু বলতে পারিনী,আমার জীবনের সব কিছু হবে তার ইসারায়,আবার হতে পারে অপেক্ষার প্রহর গুনতে গুনতে আমি একদিন শেষ হয়ে যাবো।
বিষয়: বিবিধ
২১১০ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন