অসাম্প্রদায়িক ভাইদের প্রতি -----?

লিখেছেন লিখেছেন মিথ্যা জবানবন্দি ২১ মার্চ, ২০১৩, ০২:৩১:১৭ দুপুর

আজ আমরা গভীর শেকাহত, বাংলাদেশের রাষ্ট্রপতি জিল্লুর রহমান আমাদের ছেড়ে চিরতরে চলে গেছেন।

জানিনা আমাদেরকে তার অভাব কখনো অনুভব করতে হবে কিনা? কারণ ব্যক্তিগতভাবে আমার মনে এখনো তার অভাব বা চলে যাওয়ার বেদনা অনুভব করেনি। আর ভবিষ্যতে করবেও কিনা সে বিষয়ে মন এখনো সাড় দেয়নি। আর সাড়া দিবে বলেও মনে হয়না। মন সাড়া না দেওয়ার প্রধান কারণ ‘এই তো কয়দিন আগে কথিত বিডিয়ার বিদ্রোহের নামে হাসিনা সরকারের কালো ছায়ায় আমি আমার পরিবারের একজনকে হারিয়েছি।সেদিন সব কিছু নিজ চোখে দেখেও তিনি যেভাবে চুপসে গিয়েছিলেন আমি তার ব্যকিক্রম কিছু করেনি। কিছু টাকা হাতে ধরিয়ে দিয়ে আমাদের শোকার্ত পরিবারকে সেদিন যেভাবে সান্তনা দেওয়া হয়েছিল আজ আমারও সে দৃশ্যের পুনরাবৃত্তি ঘটাতে দোষ কোথায়? যাক সেসব কথা তার চলে যাওয়া আমাকে যতটা বেদনাগ্রস্থ করেছে তার অধিক বেদনাগ্রস্থ করেছে শেষ জীবনে এসে তার রেখে যাওয়া কিছু স্মৃতি।রক্তাক্ত লগিবৈঠার সেই ২৮ অক্টোবর, মৃত লাশের ওপর নগ্ন নৃত্য, তথাকথিত বিডিয়ার হাঙ্গামা, ৫৬ জন সেনা অফিসার খুন, তথাকথিত যুদ্ধপরাধ নামে নিষ্পাপ নিরীহ সাঈদীর ওপর আওয়ামী সরকারের জঘন্য আক্রোস, লক্ষীপুরের অ্যাডভোকেট নুরুল ইসলমাম’র খুনীদের মুক্তি, ২৮ ফেব্রুয়ারির ন্যাক্কারজনক গণহত্যা , হয়তো তিনি বেঁচে থাকলে ভবি্ষ্যতে আরো কিছু নামি দামি সাজাপ্রাপ্ত খুনী নিশ্চিত মৃত্যুদণ্ড থেকে মাফ পেয়ে যেতেন! সামরিক ক্ষমতার সর্বোচ্চপদে কাঠের পুতুল হয়ে তিনি বসে থাকলে তার চোখে ধুলো দিয়ে হয়তো আওয়ামী লীগ আরো বিডিয়ার হত্যাকাণ্ড ঘটাতে সফল হতে পারত? অসাম্প্রদায়িক চেতনা সৃষ্টিতে চোখ বন্ধ করে আরো কিছু ফাইলে তিনি সাইন করতে পারতেন, আরো একটি সংবিধানও তিনি পরিবর্তনের সুপারিশের মাধ্যমে জামায়াত তথা ইসলামি দলগুলোকে নিষিদ্ধ করার অনুমতিপত্রে সত্যায়িত করতে পারতেন? হয়তো তার চোখের সামনে দিয়ে সামরিক বাহিনী আরো ২০০ লাশ ফেলতে পারতেন? সর্বোপুরি আরো কত হাজার চেতনা সৃষ্টির জলন্ত সাক্ষী তিনি হতে পারতেন তা কেবল আল্লা ই ভাল জানতেন। আজ যখন তার মৃত্যুর খবর শুনামাত্রই সবকিছু ভূলে যখন তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করার ইচ্ছা পোষণ করলাম ঠিক সে মুহুর্তে আমার কানে এসে পৌঁছল প্রধানমন্ত্রী নাকি তার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক প্রকাশ করেছেন! আমিও বেদনাগ্রস্থ হৃদয়ে তা মেনে নিলাম। কিন্তু একটু পরে যখন শুনতে পেলাম প্রধানমন্ত্রী নাকি মোমবাতি জ্বলানোর জন্য সকলকে তাগিদ দিয়েছেন, মসজিদ ও মন্দিরে তার জন্য দোয়া চেয়েছেন, দলমত নির্বিশেষে সকলকে তার জানযায় অংশগ্রহণের জন্য বলেছেন ঠিক তখনি মনটা খারাপ হয়ে গেল। এখন ভাবতেছি তাহলে কি রাষ্ট্রপতি পূর্ণ মুসলমান ছিলেন না? কেন একটি মুসলিম সংখ্যাগরিষ্টদেশের রাষ্ট্রপতির মৃত্যুতে মোমবাতি প্রজ্জ্বলন করা হবে? কেন মন্দিরে তার জন্য দোয়া চাওয়া হবে? কেনই বা হিন্দু মুসলিম তার জানাযায় অংশগ্রহণ করবে? আসলে ভূল টা আমারই ছিল আমি এতোদিন জানতাম বাম কিংবা অসাম্প্রদায়িকরা মৃত্যুর আগ পর্যন্ত অসাম্প্রদায়িক থাকে আর মৃত্যুর পর তার সাম্প্রদায়িক হয়ে কবরে যায়। কিন্তু এখন দেখছি না কবরে যাওয়ার আগ পর্যন্তও তারা অসাম্প্রদায়িক, বাহ বাহ বাহ......ভালই হলো, জানিনা তিনি কোনো ধর্মে বিশ্বাসি ছিলেন? আর কোনো ধর্মে থাকলেও সেটা আদৌ মনে হয় কারো চোখে হয়তো পড়েনি? এখন আমার মনে একটা প্রশ্ন জাগল, প্রশ্নটা সকল বাম এবং অসাম্প্রদায়িক চেতনাধারী বীর্যপুরুষ এবং প্রধানমন্ত্রীর কাছে যখন রাষ্ট্রপতিকে দাফন করা হবে তখন কি হিসেবে দাফন করা হবে? যেহেতু আপনাদের কথা মতে রাষ্ট্রপতি অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসি সেহেতু ওনার লাশ দাফন করার আগে যেই পদ্ধতি অনুসরণ করবেন সেটা আমাদেরকে জানাবেন যা থেকে বাংলার মুসলিম জনতা ও বামরা শিক্ষা নিতে পারে? রাষ্ট্রপতির দাফন নিয়ে আমার ব্যক্তিগত মতামত হলো যেহেতু আপনাদের ভাষ্যমতে রাষ্ট্রপতি অসাম্প্রদায়িক ছিলেন সেহেতু যেমন তিনি পূর্ণ মুলমান হওয়ার যেমন দাবি রাখেনা তেমনি পূর্ণ হিন্দু হওয়ারও দাবি রাখেনা তাই ওনাকে দু’য়ের মধ্যবর্তী কিংবা অর্ধেক দাফন আর অর্ধেক চিতায় বা কফিনে পুড়ানো যেতে পারে। অথবা অসাম্প্রদায়িক চেতনার স্মৃতি হিসেবে জাতীয় জাদুঘরে রাখা যেতে পারে।একটি মুসলমান অসাম্প্রদায়িক হলে এর চেয়ে উত্তম পন্থা আর কি হতে পারে? আমার পরিচয় না জেনে কেউ আমাকে শিবির কিংবা ছাগু কিংবা রাজাকারের দালাল বলে গালি দিবেন না, কারণ আমি এক মুক্তিযোদ্ধা বাবার সন্তান, বাবার শরীরে আজো লেগে আছে এদেশের স্বাধীন মাটির প্রতিটি কনা, এই তো কয়দিন আগে যার পরিবারের একজন বিডিআর বিদ্রোহে দেশের জন্য প্রাণ দিয়েছিল, আমরা সেই পরিবারের সন্তান যে পরিবার পূর্ণ আস্তিকতার চেতনায় দেশপ্রেমে বিশ্বাসী। (এটা একান্তই আমাদের পরিবারের মুক্ত মতামত)।

(বিডিঅার বিদ্রোহে সেই ঝরে যাওয়া তরতাজা প্রাণটির স্বরণে)

বাবা, মা, বড় ভাইয়্যা, ছোট বোন, এবং………সে…….আজ তুমি

বিষয়: বিবিধ

১৪১৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File