দৃষ্টির অগোচরে…..
লিখেছেন লিখেছেন মিথ্যা জবানবন্দি ০৮ মে, ২০১৩, ০৪:৩৩:৫৯ বিকাল
আমি এক অন্য মানুষ। যেন অন্য গ্রহ থেকে এই মাত্র নামিলাম। এই বোধটি আমার প্রথম দিন থেকেই উদ্ভব হলে আমার জন্য কতই না ভাল হতো। আদম ও আমি একই সত্বার দুই প্রকৃতি সেটা আমার মাঝে নেই। সবার জন্য হৃদয় দুয়ার সমানভাবে কাজ করেনা। তাই হৃদয় দুয়ার খুলে বসে আছি সুদূর পানে। আদমের আলো থেকেই উদ্ভব। আমি আলোর সন্তান। আঁধার কাটিয়ে আবার আলোতেই ফিরে যাব। কেন এত হতাশা! প্রতিদিনই তো আলোর যোগ্য কাজ করি। ঘুম থেকে উঠে যেমন আলো দেখি আবার আলোতেই হারিয়ে যাই। তাহলে কেন আমাকে উচ্চচাপ থেকে নিষ্কৃতি খুঁজতে হবে? সঙ্গী করে নিলাম মনের শতচাপকে। থাকুক না ভালই তো লাগছে ভাবতে। হৃদয় স্রষ্টার মাজারে আমার হৃদয়টাও সংঘশক্তি। আয়নাটি দেয়ালে ফিট করা আছে! তাতে জমে থাকা দীর্ঘদিনের ময়লা ভেজা কাপড় কিংবা এ্যাস্টোনিস দিয়ে ধুয়ে ফেললে যেমন মুছে যায় তেমনি দেখা যাবে নতুন করে আবার ঝকঝক করছে। শত চাপের মাঝে বুক পেতে দিয়ে জীবনের মধ্যে তড়িৎগতি সাধন করে চাপকে শক্তিতে পরিণত করে ছুটে চলতে হবে স্বর্গপানে। জীবনে কুয়াশার আভা তো দেখা দিবেই তার মানে কি মন থেকে প্রফুল্ল হারিয়ে যাবে? আমি তো আর মূর্তি কিংবা জড়বস্তু নয় যে স্তমিত হয়ে ডুবে যাব! কেন আমাকে সবসময় সংঘং শারানাং গামাতে হবে? চোখ বন্ধ করে অশ্রুজলে নিজকে ভিজিয়ে দিলেই কি প্রশান্তি মিলবে? নিত্যদিন পৃথিবীকে দেখছি আর শুনেই চলছি তাহলে চাপকে রিমোভ করতে যাবে কেন? একশ ডলার খরচ করে তো আর প্রশান্তি কেনা যাবে না! তেমনি চাপ না থাকলে জীবনের মাঝে গতি সাধন হবে না। এই তো আজ কত সজীবতার মধ্যে ডুবে আছি আমি! যেন বৃষ্টিরভেজা সবুজ পাতার তরুলতা আমাকে ঘিরে রেখেছে। ভালই লাগছে অপেক্ষমান হয়ে অধীর মনে ভাবতে। নিজকেই নিজের ওপর প্রবল বিশ্বাসি করে তুলতে হবে। কই আমার মাঝে তো এখনো আত্মবিশ্বাসের ঘাটতি দেখা দেয়নি। আমার একান্ত আত্মবিশ্বাসটাই আমার জীবন মোড়ের গতিতে সংঘশক্তি করে নব উদ্যমে উজ্জীবিত করে দিবে আমার সাজানো সব বাস্তবতাকে। এই তো গত সপ্তাহে আমার জানালার পাশে কৃষ্ঞচূড়ার ডালগুলো ফুলে ফুলে তো বেশ সজ্জিত ছিল। কিন্তু আজ! ঝড়ের হালকা বাতাসে কিছু ফুল মাটিতে ঝরে পড়ল কই দেখলাম না তো গাছটি বিন্দুমাত্র নড়ে গেছে! গাছ বেঁচে থাকাই আমার কাছে শ্বেয়বোধ। আমি চাই শতবিরাগে গাছটি বেঁচে থাকুক যুগযু ধরে। ফুল কিংবা সুবাস কিছুই লাগবেনা শুধু বেঁচে থাকলেই হবে। আবারো নতুন পাতা গজাবে নতুন কলি ফুটবে, নবরঙে লাল হবে তার প্রতিটি ডালপালা। ফুল আর পাখির মুহুমুহু সুবাস আর গানে মাতবে চারদিক। আমার দু’চোখকে নতুন ফুলে রাঙিয়ে দিবে! প্রভাতফেরিতে ঘুম থেকে চোখ মেলে আমি আবার দেখবো কৃষ্ঞচূড়ার লালফুলের ভাজে ভোরের পাখি গান গায়।
বিষয়: বিবিধ
১৩২৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন