ইতিহাসের কলঙ্কিত অধ্যায়ে আপনাদের নাম খদিত হয়ে থাকুক যুগ যুগ ধরে!!!
লিখেছেন লিখেছেন মিথ্যা জবানবন্দি ২৮ ফেব্রুয়ারি, ২০১৩, ০২:৪৫:৪৩ দুপুর
কি চমৎকার একটি সাজানো রায়ের ফাঁসি দিলেন বিচারপতি..
আন্তর্জাতিক দিনপ্রচারক মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছেন আওয়ামী বিচারপতিরা তবে রায় প্রত্যাখ্যান করছি না মেনে নিচ্ছি সাথে সাথে সুসংবাদ জানাচ্ছি দৃঢ় প্রত্যয়ের অদূর ভবিষ্যতে আমাদেরকে যেন নতুন করে আবার ফাঁসির দাবি তুলতে না হয়। মনে পড়ে গেল কবিতার লাইন টি যুদ্ধ মানে শত্রু শত্রু খেলা যুদ্ধ মানে তোমার প্রতি আমার অবহেলা’ আজ আওয়ামী লীগ যে যু্দ্ধ নাটকের সাজানো খেলা শুরু করেছেন তা শেষ করার দৃঢ় অবিব্যক্তি প্রকাশ করছি। সাথে তাদের কে আরো একটি সুসংবাদ দিচ্ছি আপনাদের দলের মধ্যে লুকিয়ে থাকা ২৫ জন যুদ্ধপরাধীদের কাকে কোন দণ্ডাদেশ দিবেন আপনাদের ক্ষমতা শেষ হওয়ার আগে সেটাও নিশ্চিত করে যাবেন যদি এর বিহিত করতে না পারেন তবে স্বরণ রাখুন আজকের রায়ের কথা আমরা চাইনা যে আপনারা বিরোধীদল হওয়ার সাথে সাথে বিএনপি জামায়াত যেন আপনাদের কোনো নেতার বিচারকার্য এমন সাজানো নাটকীয়তার অভিনব কায়দায় ফাঁসির হুকুম কার্যকর করতে না পারে...........আপনারা এককভাবে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে যেভাবে কলঙ্কিত করেছেন আমরা চাইনা বাংলাদেশে আর কোনো দল ভবিষ্যতে এই বিচার ব্যবস্থাকে করঙ্কিত করুক। ইতিহাসের কলঙ্কিত অধ্যায়ে আপনাদের নাম খদিত হয়ে থাকুক যুগ যুগ ধরে।
বিষয়: রাজনীতি
১৩১৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন