রাজীবের জানাযায় ইসলাম নিয়ে খেলা হয়েছে : কারণ,
লিখেছেন লিখেছেন হামিদ ফরাজী ২৮ ফেব্রুয়ারি, ২০১৩, ০৩:০৫:৩০ দুপুর
১. নাস্তিক, হিন্দু, খৃষ্টান, মুসলিমসহ সবাই তার জানাযা পড়ল । ইসলামেই যে বিশ্বাস করে না,সে কিভাবে নামাযে অংশ গ্রহণ করল ?
২. নারী-পুরুষ জানাযায় অংশ নিল । অথচ জানাযার নামাযে নারীদের অংশগ্রহণ নিষিদ্ধ ।
৩. নারী-পুরুষ এক কাতারে নামায আদায় করা শরীয়তসিদ্ধ নয় । পৃথিবীর কোথাও অতীতে হয়েছে কিনা আমার জানা নেই ।
৪. যখন রাজীবের লাশ আনা হয়েছিল, তখন শাহবাগে অজু করার জন্য পর্যাপ্ত পানি ছিল না, তাহলে কতিপয় লোক ছাড়া সবাই বিনা অজুতে নামায পড়ল । বিনা অজুতে নামায পড়া কুফরী ।
৫. নামাযের জন্য শরীর ও কাপড়-চোপড় পবিত্র থাকা জরুরী । নারী-পুরুষের অবাধ মেলা-মেশায় তরুণ তরুণীদের জামা পবিত্র ছিল কিনা ? অবাধ ঢলা-ঢলিতে বিশেষ করে উঠতি বয়সের তরুণ তরুণীদের কেমন অবস্থা হয়, তা তরুণ মাত্রই বুঝে।
৬. সর্বোপরি একজন নাস্তিক মুরতাদকে জাতীয় সংসদে শহীদ আখ্যা দিয়ে ইসলামকে যেমন অবমাননা করা হয়েছে, তেমনি তার সাথেও অবিচার করা হয়েছে । কেননা সে শহীদদের চরমভাবে ঘৃণা করত ।
বিষয়: বিবিধ
৯০৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন