জিহাদ ও গণতন্ত্র । উভয়ই অপরিহার্য । জিহাদই ইসলামী শরীয়ত প্রতিষ্ঠায় একমাত্র পথ ও পন্থা ।
লিখেছেন লিখেছেন হামিদ ফরাজী ২৭ জুলাই, ২০১৩, ০৫:৫৩:১৪ বিকাল
গণতন্ত্র যদি ইসলামের পক্ষে হয় , তখন তা হয় পাবলিকের ভুল রায় বা সিদ্ধান্ত । আবার রাজতন্ত্র যখন সাম্রাজ্যবাদী শক্তির পক্ষে হয় , তখন তা খুব শান্তির ও জনগণের সরকার । কারণ ইসলাম ঠেকানোই তাদের মূল কাজ ।
জিহাদই একমাত্র পথ ও ব্যবস্থা বলে এখনও যাদের সন্দেহ আছে তাদেরকে আর আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবার দরকার নেই । জনমত তো ইখওয়ানের কম ছিল না । এক হযরত ওসমান রাযি. এর বদলা নিতে মহানবী ইসলাম ১৪০০ সাহাবী তথা পুরো ইসলামকেই কোরবানী দিতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন , আর মুরসি মানবাতা দেখিয়ে শাসনের লাঠি তুলে রেখেছিলেন, সেই লাঠি এখন সাপ হয়ে আল্লাহ ওয়ালাদের দংশন করেই যাচ্ছে । আর আমরা এখনও একটা শহীদের বদলা নেয়ার প্রস্তুতিই নিতে পারি নি । মুরসী জনমত পেয়েও যখন শরীয়ত প্রতিষ্ঠিত করতে পারে নি বরং পদানত হতে হয়, সেখানে জিহাদ ছাড়া কোন গতি নেই ।
বিষয়: বিবিধ
১৬৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন