স্বাধীনতার চেতনাধারীদের কাছে জবাব চাই

লিখেছেন লিখেছেন হামিদ ফরাজী ২২ মে, ২০১৩, ০৩:২০:৪২ দুপুর

স্বাধীনতার চেতনা মানে গরিব আরো গরিব হওয়া ? শোষণের মাত্রা বৃটিশ ও পাকিস্তানি আমলের চেয়ে কয়েকশ' গুণ বেড়ে যাওয়া ! বাকস্বাধীনতাকে রাতের অন্ধকারে গণহত্যার মাধ্যমে গলা টিপে হত্যা করে ! স্বাধীনতা মানে ধনী আরো ধনী হওয়া? স্বাধীনতা মানে সাধারণ গরিব মানুষের সন্তানরা লেখাপড়া থেকে বঞ্চিত থাকা? স্বাধীনতা মানে ঘুষ-দুর্নীতি, চাঁদাবাজি-টেন্ডারবাজি করা, অবৈধ উপায়ে অর্থ কামাই করা ? স্বাধীনতা মানে কালোবাজারি ও মজুদদারি করা ? শেয়ার বাজার লূট করে লাখ লাখ মানুষকে পথে বসিয়ে দেয়া ? বিভিন্নভাবে মিথ্যাচার করে দেশের সাধারণ মানুষকে ঠকানোই কি স্বাধীনতা ! এজন্য কি দেশের মানুষ মুক্তিযুদ্ধ সংঘটিত করেছিল, রক্ত দিয়েছিল ?

বিষয়: বিবিধ

১২৫১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File